কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সালমান খান। ছবি: সংগৃহীত

ধর্মীয় আবেগে আঘাতের বিতর্কে অভিযুক্ত সালমান

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ২০:৫৬
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ২০:৫৬

(প্রিয়.কম) মাত্র কয়েক দিন আগেই শুরু হয়েছে সালমান খানের মেগা হিট সিনেমা সিরিজ ‘দাবাং’-এর তৃতীয় সিক্যুয়েলের শুটিং। বেশ কিছুদিন ধরেই সালমানের শুটিংয়ের বেশ কিছু ছবি ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। তবে এবার প্রকাশ্যে আসা শুটিংয়ের একটি ছবি ঘিরেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার দায়ে অভিযুক্ত হলেন সালমান।

সম্প্রতি মধ্যপ্রদেশের ধর্মীয় শহর মহেশ্বরে ‘দাবাং ৩’ সিনেমার শুটিং করছেন সালমান খান। শুটিং সেট তৈরি করা হয়েছে নর্মদার পাড়ে। শুটিংয়ের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, নর্মদার পাড়ে থাকা শিবলিঙ্গের ওপর একটি কাঠের তক্তা পেতে তার ওপর দিয়ে হাঁটাচলা করছেন সালমান ও তার সেটের অন্যান্য কর্মী। কেউ কেউ অভিযোগ করেছেন, সালমান শিবলিঙ্গ-ঢাকা ওই তক্তার ওপর উঠে নেচেছেন, যা ধর্মীয় রীতিতে অন্যায়। আর এই ছবি প্রকাশ্যে আসার পর অভিযোগ ওঠে সালমান ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন।

এদিকে মধ্যপ্রদেশের শাসক দল কংগ্রেস আর বিরোধী পক্ষ বিজেপি। এ বিষয়ে ভোপালের বিজেপি নেতা রামেশ্বর শর্মার অভিযোগ, ‘কমলনাথের সময়কালে এই রাজ্যে হিন্দুদের অবমাননা হচ্ছে। শিবলিঙ্গের অপমানের জন্য সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত।’

অন্যদিকে এ বিষয়ে কংগ্রেসের পাল্টা অভিযোগ, ‘বিজেপি ইচ্ছাকৃতভাবে এ বিষয়টি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। এটা ওদের নিম্ন মানসিকতার পরিচয়। যে কারণে গত ১৫ বছর এই রাজ্যে ক্ষমতায় থেকেও বিজেপি কোনো উন্নতিই করতে পারেনি।’

এরপর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার ঠিক পরপরই ওই শিবলিঙ্গের ওপর শুটিংয়ের জন্য লাগানো তক্তা সরিয়ে দেওয়া হয়। পুরো ঘটনার বিষয়ে অবশেষে সালমান খান নিজেই মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আমি সবচেয়ে বড় শিবভক্ত। মুখ্যমন্ত্রী কমলনাথের আগ্রহতেই আমি এখানে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার এক দাদা এখানকার পুলিশ অফিসার ছিলেন। আমি এখানে আমার বাড়ি ভেবেই এসেছি। আমি শুটিংয়ের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে সাধারণত পোস্ট করি না, তবে এ ক্ষেত্রে করছি, কারণ এর নামের সঙ্গে মহেশ্বর শব্দটি আছে।’

সালমান খান আরও বলেন, ‘শুটিংয়ে কোনোভাবেই হিন্দু ধর্মের অবমাননা করা হয়নি। বরং যাতে আঘাত লেগে ক্ষতি না হয়, সে জন্য শিবলিঙ্গটি ঢেকে রাখা হয়েছিল। কিন্তু কেউ সেটা বুঝতে চাইছেন না। বুঝলে ভালো, না হলে যদি এমন হেনস্তা চলতে থাকে শুটিং নিয়ে, আমি উত্তর প্রদেশে গিয়ে শুটিং করব।’ যদিও অভিনেতা বিবৃতি দেওয়ার পরেও এই বিতর্ক থামেনি।

সূত্র: ডিএনএ

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী