কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

বাংলাদেশে কথা বলতে খরচ কমলো ভারতী এয়ারটেলে

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১৯:০৫
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১৯:০৫

(প্রিয়.কম) ভারত থেকে বাংলাদেশে কল করতে ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং বা আইএসডি খরচ কমিয়েছে ভারতী এয়ারটেল। ভারত থেকে বাংলাদেশে কথা বলতে এখন খরচ পড়বে প্রতি মিনিটে ২.৯৯ রুপি। 

২৫ মার্চ, সোমবার ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এর আগে ভারতী এয়ারটেলের মাধ্যমে বাংলাদেশে কথা বলতে খরচ হতো প্রতি মিনিটে ১২ রুপি। যা এখন কমিয়ে করা হয়েছে ২.৯৯ রুপি।

এদিকে শুধু বাংলাদেশেই নয়, অপারেটরটির গ্রাহকেরা স্বল্প ব্যয়ে যতে নেপালে কথা বলতে পারে এ জন্যও নেপালে কল করার ক্ষেত্রে আইএসডি খরচ কমানো হয়েছে।

আগে ভারতি এয়ারটেলের মাধ্যমে নেপালে কল করতে খরচ পড়তো ১৩ রুপি, যা এখন করা হয়েছে ৭.৯৯ রুপি।

তবে দেশে থাকা মোবাইল অপারেটরগুলোর মাধ্যমে ভারতে কথা বলতে প্রতি মিনিটে গ্রাহককে গুণতে হয় ১২ টাকা।  

প্রিয় প্রযুক্তি/কামরুল