কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেসিস সফটএক্সপো ২০১৯। ছবি: সংগৃহীত

বেসিস সফটএক্সপো ২০১৯: শেষ দিন যেসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৯:০১
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৯:০১

(প্রিয়.কম) ‘টেকনোলজি ফর প্রসপারিটি’ স্লোগানকে সামনে রেখে ১৯ মার্চ থেকে শুরু হয়েছে বেসিস সফটএক্সপো ২০১৯। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এবারের আসরের শেষ দিন আজ।

প্রদর্শনীর শেষ দিনে কয়েকটি সেমিনার এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেষ দিনে থাকছে যেসব আয়োজন-

সকাল ১০টা - ১২টা

হল-১ (থিয়েটার)- ফাইভজি: নতুন যুগের সূচনা

হল-১ (গোলটেবিল)- ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ডিজিটালাইজেশন এবং এডুকেশনাল সফটওয়্যারের ব্যবহার

সেমিনার হল (থিয়েটার)- রপ্তানি কৌশল এবং স্থানীয় বাজারের প্রস্তুতি

বেলা ৩টা - ৫টা

হল-১ (গোলটেবিল)- ম্যানেজড সার্ভিসেস: টেকসই ই-সরকার

সেমিনার হল (থিয়েটার)- ইন্ডাস্ট্রি ৪.০: উৎপাদন নির্ভর খাতের সম্ভাবনাসমূহ

বিকেল সাড়ে ৪টা - ৬টা

হল-১- বিজনেস লিডারশিপ মিট (মেগা ইভেন্ট)

সকাল ১০টা - সন্ধ্যা সাড়ে ৭টা

টেন্ট: ভূপৃষ্ঠ পর্যবেক্ষণে নতুন দৃষ্টিভঙ্গি

সন্ধ্যা ৭টা - রাত ৯টা

হল-১: সমাপনী ও পুরস্কার বিতরণি অনুষ্ঠান (মেগা ইভেন্ট)

প্রিয় প্রযুক্তি/আশরাফ