কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাছ ছাঁটতে গিয়ে গাছের ক্ষতি করবেন না যেন। ছবি: সংগৃহীত

প্রিয় টিপস: ২১ মার্চ, ২০১৯

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৮:৩২
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৮:৩২

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

বাসায় সৌন্দর্যবর্ধনের জন্য বেশকিছু ছোটখাটো টব আছে? তাহলে এসব গাছকে তরতাজা ও সুন্দর দেখাতে বেশকিছু কাজ করতে পারেন আপনি। এর মাঝে একটি হলো রুল অব থার্ডস বা তিনের নিয়ম। এই নিয়মটি আপনার গাছকে রাখবে সুস্থ ও তরতাজা।

একটি গাছ নার্সারি থেকে কিনে আনলেন। তা সারাজীবন একই রকম থাকবে না। কিছুদিনের মাঝেই হয়ত এদিকে ওদিকে বেখাপ্পা চেহারার ডালপালা ছড়াবে, এলোমেলো হয়ে উঠবে পাতা।  কয়েকটি ডাল বা পাতা মরে শুকিয়ে রইবে। একে আবারও সুশ্রী করে তোলার কাজটি আপনাকেই করতে হবে। এর জন্য ট্রিম করতে পারেন গাছটিকে, অর্থাৎ এলোমেলো ডালপালা ও মৃত পাতা ছেঁটে ফেলতে হবে। কিন্তু এ সময়ে মনে রাখুন রুল অব থার্ডস বা তিনের নিয়ম। এই নিয়ম হলো, কখনোই পুরো গাছের এক তৃতীয়াংশের বেশি ছেঁটে ফেলা যাবে না। কারন এর বেশি পরিমাণে ছেঁটে ফেললে আপনার আদরের গাছটি এমনই শক পাবে, যা থেকে তা আর সেরে উঠতে পারবে না এবং গাছ মরে যাওয়ার ঝুঁকি থাকে।

প্রিয় লাইফ/আশরাফ