কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্ত্রী আয়েশা সিদ্দিকা ও ছেলে আরহাম ইকবালের সঙ্গে তামিম ইকবাল। ছবি: প্রিয়.কম

তিনদিন পেরিয়ে গেলেও নির্ঘুম তামিম-পত্নী

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১৩:০০
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১৩:০০

(প্রিয়.কম) স্বামী ফিরে এসেছে শনিবার রাতেই। সবমিলিয়ে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার তিনদিন পেরিয়েছে। তবুও তার ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না। ওই হামলার দুঃস্বপ্ন এখনও যেন তাড়া করে বেড়াচ্ছে তাকে। যার জেরে নির্ঘুম রাত কাটাচ্ছেন তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এমনটাই জানিয়েছেন তামিম-পত্নী। এক পোস্টে আয়েশা লিখেছেন, ‘তৃতীয় দিন, যা ঘটেছিল বা ঘটতে পারতো এখনও সেটা থেকে বের হতে পারছি না। নির্ঘুম রাত।’

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন। ওই দুই মসজিদের একটিতে নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। গোলাগুলির খবর পেয়ে কোনোরকমে নিজেদের রক্ষা করে সেখান থেকে সরে আসেন তারা। পরবর্তী সময়ে তিন টেস্ট সিরিজের শেষ টেস্ট বাতিল করা হয়।

১৬ মার্চ, শনিবার রাতে দেশে ফিরে আসে বাংলাদেশি ক্রিকেটাররা। তবে ক্রাইস্টচার্চে মসজিদে নামাজ পড়তে গিয়ে যে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের, তার ধাক্কা কাটিয়ে ওঠা সহজ হচ্ছে না। ওই হামলার দুঃস্বপ্ন এখনও যেন তাড়া করে বেড়াচ্ছে তামিম-মুশফিকুর রহিমদের।

প্রিয় খেলা/রুহুল