কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি: সুমনা সুমি

সহজেই রেস্তোরাঁর স্বাদ

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ২২:০০
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ২২:০০

(প্রিয়.কম) সাধারণ খাবারও অসাধারণ হয়ে ওঠে কেবল রান্না আর রেসিপির গুণে। সুমনা সুমি আজ জানাচ্ছেন খুব সহজ একটি খাবারের রেসিপি ভেজিটেবল-এগ নুডলস। তবে এই সহজ খাবারটি রান্না করার খুব সহজ ও দারুণ মজার একটি রেসিপি জানাচ্ছেন তিনি। এই রেসিপিতে আপনার নুডলসের স্বাদ হবে একদম রেস্তোরাঁর মতোই।

সবজি প্রস্তুত করতে যা লাগবে

  • কচি পালং শাক ৩ কাপ (ভালো করে ধুয়ে নিন)
  • গাজর ১ কাপ (চিকন ২ ইঞ্চি লম্বা করে কাটা)
  • সবুজ ক্যাপ্সিকাম ও বাঁধাকপি ১/২ কাপ করে (চিকন ২ ইঞ্চি লম্বা করে কাটা)
  • পেঁয়াজের কলি ১ কাপ (২ ইঞ্চি লম্বা করে কাটা)
  • পেঁয়াজ ১/২কাপ (কুচি করে কাটা)
  • রসুন কুচি ১ টেবিল চামচ
  • কালো গোল মরিচ গুঁড়ো ১ চা চামচ
  • সয়াসস ৩ চা চামচ
  • তিলের তেল বা অলিভ অয়েল ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ ১৫-২০পিস (ফালি করে বিচি ফেলে দিন)
  • চিনি ১ চা চামচ

প্রনালি

  • প্যানে তেল দিয়ে পেঁয়াজ, কাচামরিচ ও রসুন কুচি দিন। পেঁয়াজ হালকা নরম হলেই পালংশাক বাদে অন্যান্য সব সবজি দিন।
  • মরিচ গুঁড়ো , ২ চা চামচ সয়াসস, লবণ ও চিনি দিন। ২ মিনিট সব একসঙ্গে ভেজেই নামিয়ে নিন।
  • অন্য হাঁড়িতে পানি ফুটিয়ে নিন। পালং শাক গরম ফুটন্ত পানিতে দিয়ে ১ মিনিট রেখেই তুলে পানি ঝড়িয়ে নিন। চাইলে শাক কেটে ছোট করে নিতে পারেন। এখন শাকের সঙ্গে ১ চা চামচ তেল ও বাকি ১ চা চামচ সস মিশিয়ে ভাজা সবজির সঙ্গে রাখুন।
ছবি- সুমনা সুমি

নুডুলস প্রস্তুত করতে যা লাগবে

  • প্রস্তুত করে রাখা সবজি
  • নুডুলস ২ কাপ
  • ডিম ১টি
  • লবণ পরিমাণ মতো
  • সয়াসস ও তেল ১ চা চামচ করে

প্রণালি

  • ফুটন্ত পানিতে লবণ ও ১ চা চামচ তেল দিয়ে নুডলস ৫-৬ মিনিট ফুটিয়ে নিন। এখন পানি ঝরিয়ে সয়াসস ও ১ চা চামচ তেল মাখিয়ে নিন।
  • প্যানে অল্প তেল দিয়ে ফেটানো ডিম পাতলা করে দিন। হয়ে এলে উঠিয়ে লম্বা চিকন করে কেটে নিন।
  • এখন সবজির সঙ্গে নুডলস মিশিয়ে নিন। উপরে ডিম দিয়ে পরিবেশন করুন।

প্রিয় লাইফ/কামরুল