কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, পাকিস্তানি চিত্রনায়ক ফাওয়াদ খানের।

যে পুরুষের সঙ্গে আপনার সম্পর্ক হবে সবচেয়ে জঘন্য!

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ২২:০০
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ২২:০০

(প্রিয়.কম) মানুষের মুখ দেখে যে মন বোঝা যায় না, সে কথা শতভাগ সত্য। প্রায়ই একজন মানুষের সঙ্গে দীর্ঘদিন কাটানোর পরেও আমরা তার মন বুঝে উঠতে পারি না। তবে হ্যাঁ, একটু লক্ষ্য করলে প্রিয় মানুষটির আচরণ থেকেও বুঝে নেয়া সম্ভব তার অনেক সত্যতা।

সম্পর্ক মানে কেবল দুজন মানুষের ভালোবাসাই নয়, বরং সম্পর্ক মানে একসঙ্গে থাকা। আর এই একসঙ্গে থাকতে গেলে দুজন মানুষের মাঝে চাই চমৎকার বোঝাপড়া। কীভাবে বুঝবেন মনের মানুষটির সঙ্গে আপনার বোঝাপড়া ভালো হবে কি হবে না? জেনে নিন ১৫টি লক্ষণ। এই সবগুলো ব্যাপার কোনো পুরুষের মাঝে দেখতে পেলে জানবেন যে তার সঙ্গে যেকোনো নারীরই প্রেম বা বিয়ের সম্পর্কটা ভালো যাবে না! কলহ আর অশান্তি লেগেই থাকবে।

১। তিনি আপনাকে আপনার সাধ্যের বাইরে কোনো কিছু করা বা মেনে নেয়ার জন্যে চাপাচাপি করেন প্রায় সময়েই।

২। তার কারণে আপনি হীনমন্যতায় ভুগে থাকেন নিজেকে নিয়ে।

৩। আপনি কী পোশাক পরবেন বা কীভাবে পরবেন, সেগুলো নিয়ে তিনি সব সময়েই কথা বলে থাকেন।

৪। নিজের সমস্যা বা দোষের জন্যে তিনি আপনাকেই দোষারোপ করেন।

৫। যিনি নিজে কোনো দায়িত্ব পালন করতে আগ্রহী নন, সবকিছু আপনার ওপরে চাপিয়ে দিয়ে থাকেন।

৬। তিনি আপনার ভেতরের ভালোটাকে না, বরং সবচাইতে খারাপটাকে বের করে নিয়ে আসেন।

৭। এমন কেউ, যিনি আপনার আবেগের পরোয়া করেন না মোটেই।

৮। আপনাকে পাবার জন্যে যিনি কোনো কষ্টই করতে রাজি নন।

৯। যিনি আপনার ফায়দা তোলেন নিজের স্বার্থে।

১০। যিনি প্রচুর মিথ্যা বলেন, কথা পালটে ফেলতে তার দ্বিধা হয় না।

১১। আপনার প্রতি তার অনুভবের ব্যাপারে তিনি পরিষ্কারভাবে কিছু বলেন না।

১২। যার কর্মে কোনো আগ্রহ নেই, নিজের দেখভাল করার দায়িত্বও যিনি নিতে আগ্রহী নন।

১৩। যিনি আপনাকে শারীরিক বা মানসিকভাবে অ্যাবিউজ বা নির্যাতন করেন।

১৪। যারা মনে করেন নারীদের কাজ পুরুষের সেবা করা বা পুরুষেরা নারীদের দাসী।

১৫। যিনি বিয়ে বা পরিবার গঠনে বিশ্বাস করেন না।

সম্পর্ক করার আগে একজন মানুষের ন্যূনতম কিছু গুণ অবশ্যই দেখে নেয়া উচিত। একজন বিষাক্ত মানসিকতার পুরুষের সঙ্গে সম্পর্ক কখনোই সুখের হয় না।

সুত্র- awarenessact.com

প্রিয় লাইফ/কামরুল