কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডাকসুর নবনির্বাচিত এজিএস সাদ্দাম হোসেন। ছবি: সংগৃহীত

চেতনার বিরুদ্ধে ডাকসু পরিচালিত হতে দেওয়া হবে না: নবনির্বাচিত এজিএস

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১৮:৩৫
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১৮:৩৫

(প্রিয়.কম) চেতনার বিরুদ্ধে ডাকসু পরিচালিত হতে দেওয়া হবে না, কখনো এমন হীন চেষ্টা করা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর নবনির্বাচিত এজিএস সাদ্দাম হোসাইন।

১৩ মার্চ, বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

কুয়েত মৈত্রী হলে ভোট কারচুপির অভিযোগে ছাত্রলীগ বিব্রত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাবি ছাত্রলীগ তথা অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে এটি ছিল মৌলবাদী শক্তির অপপ্রয়াস। যার সঙ্গে ছাত্রলীগের কারো সম্পৃক্ততা নেই। সুতরাং ছাত্রলীগের বিব্রত হওয়ারও কিছু নেই।’

‘মৌলবাদী শক্তির অপপ্রয়াস না থাকলে ছাত্রলীগ পূর্ণ প্যানেল নিয়ে বিপুল ভোটে জয়লাভ করত, যা এখন কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তারপরেও ঢাবির শিক্ষার্থীদের দেওয়া এ রায়কে আমরা শ্রদ্ধা জানাই।’

ভিপি পদে বিজয়ী প্রার্থী মৌলবাদী শক্তির মনে করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তা বলব না। তবে ঢাবির শিক্ষার্থীদের চেতনার বিরুদ্ধে ডাকসুকে পরিচালিত হতে দেওয়া হবে না। কখনো ডাকসুকে চেতনার বিরুদ্ধে পরিচালিত করতে চাইলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী