কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবিটি সংগৃহীত

কেউ আপনাকে ঠকাতে চাইছে, চিনে নিন ১২টি লক্ষণ

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ১৬:৩৭
আপডেট: ১২ মার্চ ২০১৯, ১৬:৩৭

(প্রিয়.কম) আধুনিকতার সঙ্গে সঙ্গে ক্রমশ কঠিন হয়ে উঠছে আমাদের জীবন। জাগতিক লোভ-লালসা, কামনা-বাসনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা ও শঠতাও। নিজের স্বার্থে অন্য কাউকে ঠকিয়ে বা অন্যের ক্ষতি করে নিজের উদ্দেশ্য পূরণ এখন খুবই সাধারণ একটি বিষয়। কেবল বন্ধুর বেশেই নয়, নিকট আত্মীয় বা একান্ত প্রিয়জনের বেশেও আসে প্রতারক কিংবা ছলনাকারী। আসল-নকলের ভিড়ে সত্যিকারের সম্পর্ক চিনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

ঠকতে বা প্রতারিত হতে চাই না আমরা কেউ-ই। কিন্তু কীভাবে বুঝবেন, কেউ আপনাকে ঠকাতে চাইছে কিনা? বিস্তারিত থাকছে আজকের ফিচারে।

১। হঠাৎ করেই তিনি আপনার খোঁজ-খবর নিতে শুরু করেছেন। প্রয়োজনের চেয়ে অনেক বেশি যোগাযোগ করছেন।

২। তিনি সারাক্ষণ নিজের দুঃখ-কষ্টের কথাই বলেন ও সেসব বলার মাধ্যমে আপনার সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন। আপনার কষ্ট বা আপনার অসুবিধা নিয়ে তার মাথাব্যথা নেই।

৩। তার প্রতিটি গল্পে তিনিই ‘ভিকটিম’। গল্প শুনে মনে হয়, তিনি একা ভালো আর আশেপাশের সকলেই দোষী।

৪। তিনি আপনাকে নানাভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করছেন।

৫। তিনি ছোট একটি সাহায্য চেয়েছিলেন। কিন্তু সেটি বেড়ে এখন বিশাল আকার ধারণ করেছে।

৬। তিনি এমন কোনো সাহায্য দাবি করেছেন, যা আপনার জন্য অসম্ভব কষ্টকর।

৭। প্রায়ই আপনাকে তার নানান কাজ করে দিতে হয়। এমন সব কাজ, যেগুলো করে দেওয়া আপনার কর্তব্য নয়।

৮। তিনি আপনার কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে থাকেন এবং কখনোই তা ফেরত দেন না।

৯। তিনি প্রচুর মিথ্যা কথা বলেন।

১০। তিনি আপনার শত্রুদের সঙ্গেও সমান আন্তরিক সম্পর্ক বজায় রাখেন।

১১। তিনি ছলে-বলে-কৌশলে সবসময়েই আপনার গোপন কথা জানতে আগ্রহী।

১২। আপনার বিপদের সময়ে তিনি কেবল মুখেই ‘আহা-উহু’ করেন। অন্য কোনো সাহায্য পাওয়া যায় না।

উপরোক্ত লক্ষণগুলো যদি আপনার জীবনের কারো সঙ্গে মিলে যায়, তবে সেই মানুষ হতে সাবধান থাকাই হবে বুদ্ধিমানের কাজ।

সূত্র: পাওয়ারফুল মাইন্ড

প্রিয় লাইফ/রিমন