কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট হতে সংগৃহীত।

স্ত্রীর সামনে বন্ধুদের সঙ্গে কখনোই বলবেন না যে কথাগুলো

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ২১:১৬
আপডেট: ১০ মার্চ ২০১৯, ২১:১৬

(প্রিয়.কম) বন্ধু-বান্ধবের আড্ডায় আপনার স্ত্রীর উপস্থিতি থাকতেই পারে। এমনও হতে পারে যে বন্ধুরা আপনাদের দুজনেরই ‘কমন ফ্রেন্ড’। কিন্তু তারপরেও, ভুলে গেলে চলবে না যে এই আড্ডার ভিড়ে একজন মানুষের সঙ্গে আপনার অন্যরকম সম্পর্ক। আর তিনি হচ্ছেন আপনার স্ত্রী। বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টা কিংবা আডাবাজি চলতেই পারে। কিন্তু তা যেন কখনোই সীমারেখা অতিক্রম না করে। মনে রাখবেন, আপনি যদি নিজ স্ত্রীকে সম্মান দিতে না পারেন, তাহলে আপনার বন্ধুরাও দেবে না।

স্ত্রীর উপস্থিতিতে বন্ধুদের সঙ্গে কোন কোন কথা বলতে নেই? জেনে নিন আজকের ফিচারে।

১। পুরুষ বন্ধুরা একসঙ্গে হলে অনেক কিছু নিয়েই আলোচনা হয়, সেটাই স্বাভাবিক। কিন্তু স্ত্রীর সামনে কখনোই অন্যের স্ত্রী বা অন্য কোন নারী বিষয়ে আলোচনা-সমালোচনা করবেন না।

২। স্ত্রীর সামনে ঠাট্টা ছলেও কোন খারাপ শব্দ বা খারাপ ভাষা ব্যবহার করবেন না। এতে আপনার স্ত্রী অত্যন্ত বিব্রত হতে পারেন।

৩। পর্নোগ্রাফি বা এই ধরনের কোন বিষয় নিয়ে ভুলেও আলোচনা করবেন না।

৪। স্ত্রীর সামনেই স্ত্রীর দুর্নাম বা সমালোচনা করবেন না। অনেক সময়ে আমরা কাছের বন্ধুদের সঙ্গে নিজের পারিবারিক বা দাম্পত্য সমস্যা শেয়ার করে থাকি। সেটা করতেই পারেন। কিন্তু তা কখনোই স্ত্রীর সামনে নয়। এতে তিনি অপমানিত বোধ করবেন।

৫। স্ত্রীর রান্না বা গৃহস্থালি কাজের দুর্নাম করবেন না বন্ধুদের সামনে।

৬। কোন বন্ধুর অনুপস্থিতে তার বিষয়ে গিবত করবেন না। এতে আপনার স্ত্রী আপনার বন্ধুদের সম্পর্কে বিরুপ ধারণা পোষণ করবেন।

৭। নিজের শ্বশুরবাড়ি বিষয়ে কোন রকমের দুর্নাম অবশ্যই করবেন না বন্ধুদের আড্ডায়। স্ত্রীর সামনে তো অবশ্যই নয়।

৮। স্ত্রীর দৈহিক সৌন্দর্য নিয়ে বন্ধুদের আলোচনায় কখনোই কথা বলতে নেই।

সম্পর্ক কেবল করলেই চলে না, সম্পর্ক রক্ষা করতে হয় যত্নের সাথে। সম্পর্কের কিছু সীমারেখা কখনোই ভুলে গেলে চলে না।

প্রিয় লাইফ/কামরুল