কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নতি হচ্ছে’

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১০:৪০
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১০:৪০

(প্রিয়.কম) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলটির উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া

তিনি বিবিসি বাংলাকে জানান, ৪ মার্চ সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে জানিয়েছেন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তিনি সম্পূর্ণভাবে চেতনা ফিরে পেয়েছেন এবং তিনি চিকিৎসকদের প্রশ্নের জবাব দিতে পারছেন। ব্লাড সার্কুলেশন, হার্টবিট এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। তিনি এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টের জন্য যেসব চিকিৎসা সরঞ্জামাদি যুক্ত করা হয়েছিল, তা খুলে ফেলা হবে। আজ সকাল ১০টায় কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের যন্ত্র খুলে ফেলা হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকরা আশা করছেন, এই সময়ের মধ্যে পুরোপুরি চেতনা ফিরে পাবেন তিনি।’

এ ছাড়া সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আনা এয়ার অ্যাম্বুলেন্সটি স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যেকোনো সময় যাতে কাজে লাগানো যায়।

৩ মার্চ রবিবার ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা। এরপর সেখানে আইসিইউতে চিকিৎসা দিতে দিতেই তার হার্ট অ্যাটাক হয়। তারপর এনজিওগ্রাম করে দেখা যায়, তার হৃদযন্ত্রে তিনটি ব্লক রয়েছে, যার একটিতে স্টেন্টিং করে দেওয়া হয়।

ওবায়দুল কাদের ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এদিকে বিপ্লব বড়ুয়া নিজের ফেসবুক পেজেও সকালে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার অগ্রগতি জানিয়ে পোস্ট দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘শুভা সকাল। মহান আল্লাহর অশেয দয়া ও আপনাদের ভালবাসায় প্রিয় নেতা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নতি হচ্ছে। তিনি সম্পূর্ণ চেতনা ফিরে পেয়েছেন এবং চিকিৎসকরা তার সুস্থতার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী। আপনারা হাসপাতালে ভিড় করবেন না।’

৩ মার্চ, রবিবার ওবায়দুল কাদের হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে তাকে দেখতে ও সার্বিক খোজ খবর নিতে  হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এ ছাড়াও ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির আরও দুইজন সিনিয়র নেতা।

প্রিয় সংবাদ/রুহুল