কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপে বাংলাদেশের সর্বকালের সেরা এই একাদশটি ঘোষণা করেছে ক্রীড়া বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফো। ছবি: ইএসপিএন

বিশ্বকাপে বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৪
আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৪

(প্রিয়.কম) শুরু হয়ে গেছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের কাউন্টডাউন। আর মাত্র ৯৭ দিন, তারপরই ইংল্যান্ডের মাটিতে শুরু হয়ে যাবে ক্রিকেটের সবচেয়ে মহাযজ্ঞ ওয়ানডে বিশ্বকাপ।

ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরকে সামনে রেখে বিভিন্ন দেশের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো। এর ধারাবাহিকতায় বাংলাদেশের বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশও ঘোষণা করেছে ওয়েবসাইটটি।

বিশ্বকাপে বাংলাদেশের সর্বকালের সেরা এই একাদশে বর্তমান দলেরই সাতজন জায়গা পেয়েছেন। এ ছাড়া জায়গা পেয়েছেন মোহাম্মদ রফিক, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজনের মতো সাবেক তারকা ক্রিকেটাররাও। শুধু তাই নয়, এই একাদশে জায়গা মিলেছে মোহাম্মদ আশরাফুলেরও।

বিশ্বকাপের বাংলাদেশের সর্বকালের সেরা এই একাদশের নেতৃত্বভার দেওয়া হয়েছে মাশরাফি বিন মুর্তজার কাঁধে।

বিশ্বকাপের বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ।

যেহেতু এখন পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি তাই বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই একাদশে জায়গা পাননি মুস্তাফিজুর রহমান-লিটন দাস-সৌম্য সরকাররা। তবে সুযোগ মিলেছে অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েসের। গত বিশ্বকাপে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার নায়ক রুবেল হোসেনও জায়গা পেয়েছেন এই দলে।

এক নজরে দেখে নেওয়া যাক ক্রিকইনফোর নির্বাচিত বাংলাদেশের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ-

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও রুবেল হোসেন।

প্রিয় খেলা/রুহুল