কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাছে অতিরিক্ত পানি দেওয়ার অভ্যাস থাকলে ব্যবহার করুন আইস কিউব। ছবি: সংগৃহীত

প্রিয় টিপস: ২২ ফেব্রুয়ারি, ২০১৯

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৯
আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৯

(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিন খুব কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজ রইল দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি টিপস।

বাসায় গাছের টব রাখেন অনেকেই। গাছ ভালো রাখতে দরকার হয় আলো-বাতাস, পানি ও সার। কিন্তু অতি যত্নে অনেকেই গাছে প্রয়োজনের বেশি পরিমাণে পানি দিয়ে ফেলেন। পানি দিতেই থাকেন যতক্ষণ না টব উপচে পরে। ফলে গাছের গোড়া পচে গাছ মারা যায়। আপনারও যদি এই অভ্যাস থাকে, তাহলে জেনে নিতে পারেন একটি টিপস।

গাছে পানি দেবেন না। পানির বদলে টবের মাটিতে রাখুন কয়েকটি আইস কিউব। এতে ধীরে ধীরে গাছটি পানি পাবে, আর অতিরিক্ত পানি দিয়ে টব ভরেও যাওয়ার ভয় থাকবে না। এ ছাড়া আইস কিউব দিলে কতখানি পানি পাচ্ছে গাছটি, তার হিসেব থাকবে।

প্রিয় লাইফ/রুহুল