কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছেলের কাছ থেকে উপহার পেয়ে আনন্দে আত্মহারা তামিম-পত্নী আয়েশা সিদ্দিকা। ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে মাকে তামিম-পুত্রের ‘শ্রেষ্ঠ’ উপহার

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮

(প্রিয়.কম) গেল ৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততা। এক মাসের বেশি সময় ধরে চলা বিপিএলের ব্যস্ততা শেষ হতেই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। তাদের মধ্যে একজন তামিম ইকবাল

ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে পরিবারের সঙ্গেও খুব একটা সময় কাটাতে পারেননি জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার। এমনকি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসেও থাকতে হয়েছে পরিবার ছেড়ে। বাবা ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও ভালোবাসা দিবসে মায়ের হাতে উপহার তুলে দিয়েছেন তামিম-পুত্র আরহাম ইকবাল খান

ছেলের কাছ থেকে উপহার পেয়ে যেন আনন্দে আত্মহারা তামিম-পত্নী আয়েশা সিদ্দিকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুশির এই মুহূর্তটিকে ভাগাভাগি করে নিয়েছেন তিনি। এ সময় ছেলের কাছ থেকে পাওয়া উপহারকে ভালোবাসা দিবসের শ্রেষ্ঠ উপহার হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ইনস্টাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছেলের দেওয়া উপহারের ছবি পোস্ট করে আয়েশা লেখেন, ‘ভালোবাসা দিবসে পাওয়া সর্বকালের শ্রেষ্ঠ উপহার। এই ম্যানিকিউর ও পেইন্টিং আমার ছোট্ট ছেলে করে দিয়েছে।’

গেল ১৩ ফেব্রুয়ারি নানা আয়োজনের মধ্য দিয়েই বরণ করে নেওয়া হয় ঋতুরাজ বসন্তকে। বসন্তের এই আমেজ শেষ হতে না হতেই আসে ভালোবাসা দিবস। তারুণ্যের অনাবিল আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে ভালোবাসা দিবস। ভালোবাসার উৎসবে মুখরিত ছিল রাজধানী ঢাকাসহ পুরো দেশ।

সব বাধা-বিপত্তিকে পাশ কাটিয়ে কমবেশি সবাই বিশেষ দিবসের কিছুটা সময় প্রিয় মানুষের সান্নিধ্যে কাটিয়েছেন। কিন্তু তামিম ইকবালের সেই সৌভাগ্য হয়নি। জাতীয় দলের ম্যাচ থাকায় এই মুহূর্তে নিউজিল্যান্ডে অবস্থান করছেন দেশসেরা এই ওপেনার। এক মাসেরও বেশি সময়ের নিউজিল্যান্ড সফরে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ড সফরের শুরুটা অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সঙ্গী হয় ৮ উইকেটের হার। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল।

প্রিয় খেলা/আজাদ চৌধুরী