কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট থেকে সংগৃহীত

একঘেয়ে দাম্পত্য জীবন সহজ করে তুলবে এই ১০ টিপস

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫

(প্রিয়.কম) সময়ের সাথে সাথে সম্পর্ক তিক্ত হয়ে ওঠা মোটেও অস্বাভাবিক কিছু নয়। বরং এটিই স্বাভাবিক, কারণ আমরা মানুষ। অনেক বছর একসাথে থাকার পর দাম্পত্য অনেক ক্ষেত্রেই কঠিন আর ঝামেলাপূর্ণ হয়ে ওঠে। কি করবেন এমন দাম্পত্য জীবন একটু সহজ আর সুন্দর করে তুলতে? নিচে রইল ১০টি টিপস।

১। নিজের জীবনসঙ্গীকে সবার প্রথমে রাখুন। সম্পর্কে নিজের চেয়ে আগে তাকে গুরুত্ব দিন। এই ব্যাপারটি সঙ্গীর মন জয় করার ক্ষেত্রে ও ঝামেলা কম করার ক্ষেত্রে খুবই উপকারী।

২। একসাথে এমন কিছু করুন যা আনন্দদায়ক, যা আপনারা দুজনই পছন্দ করেন। একসাথে উপভোগ্য সময় সম্পর্ক সহজ রাখে।

৩। রীতিমতো পরিকল্পনা করে সঙ্গীর জন্য সময় বের করুন। অন্য সব কাজের মতোই সঙ্গীর সাথে সময় কাটানোকে গুরুত্বসহকারে নিন।

৪। ছোট ছোট সমস্যাকে বেশি গুরুত্ব দেবেন না। এসব নিয়ে নিজে স্ট্রেস নেবেন না, সঙ্গীকেও দেবেন না।

৫। সঙ্গীর কাজে সহায়তা করুন, তার সমস্যা সমাধানে সাহায্যের হাত বাড়ান।

৬। দোষারোপ করার অভ্যাস ত্যাগ করুন, খোঁটা দেওয়ার অভ্যাসটিও ছেড়ে দিন। বদলে দুজনে বসে আলোচনা করার অভ্যাস গড়ে তুলুন। দাম্পত্য সহজ হবে।

৭। সত্য বলুন। দাম্পত্যে যদি সততা আর বিশ্বাস না থাকে, সেই দাম্পত্য অর্থহীন।

৮। হাত ধরুন, আদর করুন, জড়িয়ে ধরুন, হাসুন। মধুর শারীরিক স্পর্শ অনেক দূরত্বই মিটিয়ে দিতে পারে।

৯। নিজেদের সাধ্যের ভেতরেই জীবনযাপন করুন। বাড়তি কোনো কিছুর সামর্থ্য না থাকলে সেটা এড়িয়ে চলাই ভালো।

১০। সঙ্গীকে উৎসাহ দিন। তার দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি হয়ে উঠুন।

দাম্পত্য কখনো এক দিনে তিক্ত হয়ে যায় না, তাই এক দিনে আবার মধুরও হয়ে উঠবে না। সময় দিন, যত্ন করুন। দাম্পত্য হয়ে উঠবে সহজ ও উপভোগ্য।

প্রিয় লাইফ/আর বি/আজাদ চৌধুরী