কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

অফার বা বান্ডেলের নূন্যতম মেয়াদ হবে তিনদিন

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯, ১৮:০২
আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯, ১৮:০২

(প্রিয়.কম) মোবাইল ফোনের ডেটা/প্যাকেজ/বান্ডেলে নূন্যতম মেয়াদ সাতদিন থেকে তিনদিন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

২৭ জানুয়ারি, রবিবার বিটিআরসি এই ঘোষণা দিয়েছে।

বিটিআরসি জানিয়েছে, মোবাইল ফোনের সকল প্রকার ডেটা/প্যাকেজ/অফার/বান্ডেলের মেয়াদ হবে ন্যূনতম তিনদিন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হবে।

বিষয়টি প্রিয়.কমকে নিশ্চিত করে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘মোবাইল গ্রাহকদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ১ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে পূর্বের সিদ্ধান্ত আর বহাল থাকলো না।’

এর আগে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক জানিয়েছিলেন, ২৭ জানুয়ারির থেকে সাত দিনের নিচে কোনো প্যাকেজ বা বান্ডিল অফার রাখতে পারবে না টেলিকম অপারেটরগুলো।

প্রিয় প্রযুক্তি/কামরুল