কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৬৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

চীনে কয়লা খনিতে ধস, নিহত ২১

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯, ১২:০১
আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯, ১২:০১

(প্রিয়.কম) চীনের সাংহাইতে মাইটি বেইজি মাইনিং কোম্পানি পরিচালিত একটি কয়লা খনির ছাদ ধসে ২১ শ্রমিক নিহত হয়েছেন।

১২ জানুয়ারি, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শানঝি প্রদেশের শেনমুতে অবস্থিত খনিতে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স।

দুর্ঘটনার সময় খনিতে ৮৭ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে ৬৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রথমে ১৯ শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় এবং পরে তল্লাশি চালিয়ে আরও দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

এ ছাড়া দুর্ঘটনার পর উত্তর-পূর্ব চীনের জাতীয় কয়লা খনি নিরাপত্তা প্রশাসন শ্যান্ডং ও হেনান প্রদেশের কিছু খনিতে পরিদর্শনের জন্য জুন পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে বলে রাষ্ট্র সমর্থিত সাংহাই সিকিউরিটিজ নিউজ (এসএসএন) শুক্রবার জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শানঝি প্রদেশের সীমান্তে অবস্থিত ঝুঁকিপূর্ণ কয়লা খনিগুলো পরিদর্শন করবে জাতীয় নিরাপত্তা প্রশাসন।

প্রিয় সংবাদ/শিরিন/রুহুল