কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শফী হুজুরদের উৎসর্গ করে ১২ জানুয়ারি ছবিটি ফেসবুকে পোস্ট করেন মাকসুদা আক্তার প্রিয়তি। ছবি: সংগৃহীত

শফী হুজুরদের ছবিটি উৎসর্গ করলেন মডেল প্রিয়তি

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯, ১৬:৩৪
আপডেট: ১২ জানুয়ারি ২০১৯, ১৬:৩৪

(প্রিয় কম) বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী। বেশির ভাগ মানুষ তাকে শফী হুজুর নামেই চেনেন। জনসম্মুখে বক্তব্য রাখতে গিয়ে মাঝে মধ্যেই বেফাঁস কথাবার্তা বলে হাসির পাত্রতে রূপান্তর হতে দেখা যায় চট্টগ্রামের এ মাওলানাকে। তার এসব বেফাঁস মন্ত্যব্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও কম কৌতুক সৃষ্টি হয়নি।

বাংলাদেশের নারীদের প্রতি তার অগ্রহের মাত্রা একটু বেশিই। তাই নারীদের নিয়ে একটু বেশি বেফাঁস কথা বলে হাস্যরস আলোচনার তুঙ্গে থাকতে দেখা যায় শফী হুজুরকে। নারীর সঙ্গে তেঁতুলের তুলনা করায় ‘তেঁতুল হুজুর’ নামেও খ্যাতি পেয়েছেন। মেয়েদের ক্লাস ফোর ফাইভ পর্যন্ত পড়ানোর উপদেশ দিয়েও ঠাট্টার পাত্র হয়েছেন। তার আরও অনেক নারী বিদ্বেষী মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ও বিভিন্ন আড্ডায় অনেকেই হাসি- তামাশা ও বিদ্রুপ করে থাকেন।

এবার সেই বিদ্রুপে যোগ হলেন বাংলাদেশে জন্ম নেওয়া ‘মিস আয়ারল্যান্ড’ জয়ী মডেল-অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি

১২ জানুয়ারি, শনিবার শফী হুজুর ও তার অনুসারীদের উৎসর্গ করে একটি সাদাকালো ছবি ফেসবুকে পোস্ট করেন প্রিয়তি। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘ছবিটি শফী হুজুরদের উৎসর্গ করিলাম। হ্যাট / টুপি আর মাথায় শোভা পায়না।’ ওই পোস্টের হ্যাশট্যাগে প্রিয়তি লিখেন, ‘নিরবপ্রতিবাদ।’

এই ছবির পোস্টে জান্নাতুল ফেরদাউস আঁখি নামের একজন নারী মন্তব্য করে লিখেন, ‘কী করলে গো! সর্বোনাশ হয়ে যাবে। টুপি দিয়ে মুখ ঢাকো, না হলে যে কেলেঙ্কারি হয়ে যাবে।’  

প্রতি উত্তরে প্রিয়তি লিখেন, ‘টুপি টা কি আরেকটু উপরে উঠানো দরকার ছিল???’

ওই পোস্টে দেলোয়ার হোসেন নামে আরেকজন লিখেন,’ ওভাবে তাকালে শফী হুজুর কি ঠিক থাকতে পারবে? তার ওযু নষ্ট হয়ে গেলে আপনি দায়ী থাকবেন !’

এরকম আরও নানা রকমের রসিকতামূলক মন্তব্যে ভাসছে তার ছবিটি।

প্রিয়তি যে শুধু ‘মিজ আয়ারল্যান্ড’ ‘জয়ী তা কিন্তু নয়, অনেক কিছুই জয় করেছেন তিনি। ২০১৬ সালে আয়ারল্যান্ডের জনপ্রিয় ম্যাগাজিন আইরিশ ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার প্রিয়তিকে ‘মডেল অব দ্য ইয়ার’ নির্বাচিত করেছে। একই বছর যুক্তরাজ্যের ‘টপ মডেল ইউকে’ প্রতিযোগিতায় হাজার হাজার প্রতিযোগীর মধ্যে সেরা ২৫ –এ ছিলেন তিনি। সে বছরই মিস আর্থ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্সাল রয়েলিটি’ প্রতিযোগিতায় অংশ নেন। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল রানওয়ে কুইনস রিকগনেশন অ্যাওয়ার্ডস, মিস ইউনিভার্সাল রয়্যালটি, মিস ফটোজেনিক, সুপার মডেল অব দ্য ইয়ারসহ অনেকগুলো প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। মডেলিং এর পাশাপাশি তিনি একজন বৈমানিকও।

প্রিয় বিনোদন/গোরা