কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি: সংগৃহীত

ফোনে সরকারি সব সেবা, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯, ২০:১১
আপডেট: ১০ জানুয়ারি ২০১৯, ২০:১১

(প্রিয়.কম) স্মার্টফোনের মাধ্যমে জনগণের ঘরে ঘরে সরকারি সব সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। এ ছাড়া তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন সরকার মহাকাশে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুতি গ্রহণ করছে।

১০ জানুয়ারি, বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পৃথক বক্তব্যে এসব তথ্য জানান মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ‘আমি আমার দ্বিতীয় মেয়াদের সময়কালের মধ্যেই ডাক, টেলিযোগাযোগ ডিজিটালাইজড করব। সরকারের সকল ধরনের সেবা স্মার্টফোনের মাধ্যমে দেওয়ার প্রচেষ্টা থাকবে। সরকার চায় ফোনের মাধ্যমে সরকারি সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে।’

‘আগামী কয়েক বছরের মধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নেবে। আর যেগুলোর প্রধান ধাপই হচ্ছে আইসিটি। ডাকঘর নিয়েও আমাদের চিন্তা আছে। সেগুলো ডিজিটাল করার। সে ক্ষেত্রে যারা কাজ করবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের দিয়েই পরিচালনা করা হবে। এসবের সব কিছুতেই ব্যবহার হবে স্মার্টফোন। প্রযুক্তির ব্যবহার যত বাড়বে স্মার্টফোনের ব্যবহারও তত বাড়বে।’

স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

মন্ত্রী আরও জানান, ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বরের তথ্য ভান্ডার তৈরি করছে সরকার। ডিসেম্বরের মধ্যে এর সুবিধা পাওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ইন্টারনেটের দাম কমেছে। ইন্টারনেটের দাম ছয় দফায় কমেছে। এখন এই দাম সহনীয় পর্যায়ে আছে।’

‘আমরা আমাদের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ সফলভাবে উৎক্ষেপণ করেছি। বিটিভিসহ বেসরকারি আরও কিছু চ্যানেল রয়েছে যারা স্যাটেলাইট ব্যবহার করছে। আমরা দ্বিতীয় স্যাটেলাইটও মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি।’

মেলার আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ঈগল সং, স্যামসাং মোবাইল বাংলাদেশের জেনারেল ম্যানেজার বমিন কিম, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক, ভিভো বাংলাদেশের কান্ট্রি প্রজেক্ট ম্যানেজার মিস্টার অ্যাঙ্গাস, আমরা কোম্পানিজ এবং উই মোবাইলের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ডিরেক্টর সাকিব আরাফাত।

দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী মেলা চলবে শনিবার পর্যন্ত।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ ফি ২০ টাকা। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

প্রিয় প্রযুক্তি/কামরুল