কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে ঘুরে বেড়াচ্ছেন ‘চিরকুট’ ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

আজমীর শরীফে ‘চিরকুট’ ব্যান্ডের প্রার্থনা

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০১৯, ১৮:১৯
আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯, ১৮:১৯

(প্রিয়.কম) কলকাতার নজরুলমঞ্চে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী ‘বাংলা উৎসব ২০১৯’ অনুষ্ঠানটির শেষ হয় ৬ জানুয়ারি রবিবার।

এ উৎসবে অংশ নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের ফাহমিদা নবী, চন্দনা মজুমদার, অদিতি মহসিন, ডলি মণ্ডল, লাইসা আহমদ লিসা, মোস্তাফিজুর রহমান, খায়রুল আনাম শাকিল, বুলবুল ইসলাম ও ‘চিরকুট’ ব্যান্ড, কলকাতার ইন্দ্রাণী সেন, পণ্ডিত অজয় চক্রবর্তী, আকাশ ভট্টাচার্য, অঙ্কিতা বসু, অনুপম রায়, গৌতম দাস বাউল, জয়তী চক্রবর্তী, ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডসহ অনেকে। এ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে ছিলেন ত্রপা মজুমদার ও কৌশিক শংকর দাস।

এদিকে কলকাতার ‘বাংলা উৎসব ২০১৯’ অংশ নেওয়ার পাশাপাশি ভারতের বেশ কিছু জায়গায় চুটিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় চিরকুটের সদস্যদের। নিজেদের ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করতে দেখা যায় এ ব্যান্ডের সদস্যদের।

আজমীর শরীফে তোলা তাদের পোস্ট করা কয়েকটি ছবির ক্যাপশনে ব্যান্ডটির পক্ষ থেকে লেখা হয়, গতকাল রাতে আমরা পবিত্র আজমীর শরীফে মূল্যবান সময় কাটিয়েছি। সুফি সম্রাট খাজা মঈনুদ্দিন চিশতি (রহ:) আউলিয়ার মাজারে প্রার্থনারত মানুষের ভীড়ে আপনাদের, আমাদের শুভাকাঙ্ক্ষীদের সবার জন্য আমরা সুন্দর জীবন ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছি। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন। আমিন।’

এর আগে ভারতের জয়পুরে তোলা আরও কিছু ছবি পোস্ট করে তার ক্যাপশনে ব্যান্ডটির ভোকাল শারমিন সুলতানা সুমি লিখেন, ‘শুভ সকাল মহিমাম্বিত জয়পুর। ছয় বছর পর আবারও ফিরে যাচ্ছি।’ কলকাতায় নজরুলমঞ্চের অনুষ্ঠিত বাংলা উৎসব প্রসঙ্গে সুমি বলেন, ‘প্রথমবার এই মঞ্চে গাইতে এসে শ্রোতাদের প্রতিক্রিয়ায় অনুপ্রাণিত হলাম।’

‘চিরকুট’ ব্যান্ডের সদস্যরা এখান থেকে পাগড়ি কিনে মাথায় পরেন। ছবি: সংগৃহীত

এর আগে ভারতের জয়পুরে তোলা আরও কিছু ছবি পোস্ট করে তার ক্যাপশনে ব্যান্ডটির পক্ষ থেকে লেখা হয়, ‘এবার ভবঘুরের দলের ঘোরাঘুরির পালা। আমরা এলাম ভারতের জয়পুরে । একটু বিশ্রাম নিয়ে এখন রওনা হলাম পবিত্র নগরী আজমীরের পথে। সৃষ্টিকর্তা মহান!’

পাগড়ি মাথায় চিরকুট’ ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত
আজমীর শরীফে ‘চিরকুট’ ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত
আজমীর শরীফে ‘চিরকুট’ ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত
সুমি। ছবি: সংগৃহীত।

প্রিয় বিনোদন/গোরা