কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লেডি গাগা, রামি মালেক, এমা স্টোন ও জেমা চ্যান। ছবি: সংগৃহীত

যেমন সাজে পুরস্কার নিয়েছেন গোল্ডেন গ্লোব জয়ীরা

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০১৯, ১৯:১৯
আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯, ১৯:১৯

(প্রিয়.কম) শেষ হয়ে গেল চলচ্চিত্র ও টেলিভিশনের অন্যতম আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে ৬ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোবসের ৭৬তম আসর। এ আসরে অংশ নিয়েছেন জনপ্রিয় সব তারকারাও। তাদের মধ্যে রয়েছেন অভিনয়শিল্পী, পরিচালক, লেখক ও প্রযোজক। নজরকাড়া সাজ পোশাকে পুরো অনুষ্ঠানকে আরও আলোকিত করে তুলেছেন উপস্থিত তারকারা। এ অনুষ্ঠানে অধিকাংশ নারী তারকাদের পরনে ছিল নান্দনিক ডিজাইনের গাউন। আর পুরুষ তারকাদের পছন্দের তালিকাতে প্রাধান্য পায় স্যুট। দেখে নেওয়া যাক এবারের গোল্ডেন গ্লোবে কেমন সাজে এসেছিলেন তারা।

মার্কিন অভিনেত্রী জুলিয়া রবার্টস পরেন যুক্তরাজ্যের ব্র্যান্ড ‘স্টেলা ম্যাককার্টনি’র জাম্পস্যুট। ছবি: সংগৃহীত
জুলিয়া রবার্টস ছাড়াও আরও  অনেকেই বেছে নিয়েছেন ন্যুড ড্রেসের ফ্যাশন। ন্যুড কাপড়ের ওপর রুপালি কাজ করা লুই ভুইটনের পোশাক পরেন অভিনেত্রী এমা স্টোন। ছবি: সংগৃহীত
ইতালির ‘ভ্যালেনটিনো’ ব্র্যান্ডের হালকা আকাশি রঙের গাউন পরেন সংগীতশিল্পী লেডি গাগা। পোশাকের সঙ্গে চুলেও যোগ করেন হালকা আকাশি রং। ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির ‘শ্যালো’ গানের জন্য পুরস্কার জিতেছেন গাগা। ছবি: সংগৃহীত
লুই ভুইটনের স্যুট পরেন অভিনেতা টিমোথি চালমেট। ছবি: সংগৃহীত
হলুদ রঙের একটি গাউন পরেন অভিনেত্রী র‌্যাচেল ব্রসনাহান। মার্কিন ওয়েব টেলিভিশন সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইসেল’ এর জন্য তিনি পেয়েছেন টেলিভিশনে সেরা অভিনেত্রীর (মিউজিক্যাল অথবা কমেডি) পুরস্কার। ছবি: সংগৃহীত
ভেলভেট কাপড়ের কালো রঙের গাউন পরেন অভিনেত্রী গ্লেন ক্লোজ। ‘দ্য ওয়াইফ’ ছবির জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেত্রী (ড্রামা) পুরস্কার। ছবি: সংগৃহীত
সাদা শার্টের সঙ্গে কালো রঙের ক্লাসিক স্যুট পরেন অভিনেতা রামি মালেক। ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ ছবির জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেতার (ড্রামা) পুরস্কার। ছবি: সংগৃহীত
নীল রঙের ভ্যালিন্টিনোর ডিজাইন করা গাউন পরেন ব্রিটিশ টেলিভিশন অভিনেত্রী জেমা চ্যান। ছবি: সংগৃহীত
ইতালির ভারসাচি ব্রান্ডের সাদা গাউন পরেন সান্ড্রা ওহ। আর তার কানে ও হাতের গয়নাগুলো ছিল ‘ফরএভার মার্ক ডায়মন্ড’ ব্র্যান্ডের। মার্কিন ড্রামা সিরিজ ‘কিলিং ইভ’ এ অভিনয় করে সেরা টেলিভিশন অভিনেত্রীর (ড্রামা) পুরস্কার পান তিনি। এ অনুষ্ঠানের উপস্থাপনাও করেন সান্ড্রা। উপস্থাপনায় তার সঙ্গে ছিলেন করেন কৌতুক অভিনেতা অ্যান্ডি স্যামবার্গ। ছবি: সংগৃহীত
কালো রঙের গাউন পরেছেন অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। তার গাউনের হাতা ও কাঁধ জুড়ে ছিল কালো নেটে কাপড়ের নকশা। ‘দ্য ফেভারিট’ ছবিতে অভিনয় করে তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর (মিউজিক্যাল অথবা কমেডি) পুরস্কার। ছবি: সংগৃহীত
ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড আলবার্তো ফেরেট্টির তৈরি কাঁধ খোলা হালকা গোলাপি রঙের জাঁকজমকপূর্ণ গাউন পরেছেন অভিনেত্রী রেজিনা কিং। ‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ছবি: সংগৃহীত

দেখে নেওয়া যাক গোল্ডেন গ্লোব পুরস্কার জেতা বাকিদের তালিকা।

চলচ্চিত্রে সেরারা

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): ক্রিশ্চিয়ান বেল (ভাইস)। সেরা পার্শ্ব অভিনেতা: মাহেরশালা আলি (গ্রিন বুক)। সেরা পরিচালক: আলফনসো কুয়ারন (রোমা)। সেরা চিত্রনাট্য: গ্রিন বুক (পিটার ফ্যারেলি, নিক ভ্যাললঙ্গা, ব্রায়ান কারি)। সেসিল বি. ডিমিলে অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): জেফ ব্রিজেস। সেরা চলচ্চিত্র (ড্রামা): বোহেমিয়ান র‌্যাপসোডি। সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): গ্রিন বুক। সেরা মৌলিক সুর: ফার্স্ট ম্যান (জাস্টিন হারউইৎজ)। সেরা অ্যানিমেটেড ছবি: স্পাইডার-ম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স। সেরা বিদেশি ভাষার ছবি: রোমা (মেক্সিকো)।

টেলিভিশন তালিকার সেরারা

অভিনেতা (ড্রামা): রিচার্ড ম্যাডেন (বডিগার্ড)। অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): মাইকেল ডগলাস (দ্য কোমিনস্কি মেথড)। অভিনেতা (টেলিভিশন সিরিজ/টেলিভিশন মুভি): ড্যারেন ক্রিস (দ্য অ্যাসাসিনেশন অব জান্নি ভারসাচে: আমেরিকান ক্রাইম স্টোরি)। অভিনেত্রী (মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্ম): প্যাট্রিসিয়া আর্কেট (এস্কেপ অ্যাট ড্যানমোরা)। পার্শ্ব অভিনেতা (টেলিভিশন সিরিজ/টেলিভিশন মুভি): বেন হুইশো (অ্যা ভেরি ইংলিশ স্ক্যান্ডাল)। পার্শ্ব অভিনেত্রী (টেলিভিশন সিরিজ/টেলিভিশন মুভি): প্যাট্রিসিয়া ক্লার্কসন (শার্প অবজেক্টস)। সেরা টেলিভিশন সিরিজ/টেলিভিশন মুভি: দ্য অ্যাসাসিনেশন অব জান্নি ভারসাচে: আমেরিকান ক্রাইম স্টোরি (এফএক্স)। প্রথম ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): ক্যারল বার্নেট। সিরিজ (ড্রামা): দ্য আমেরিকানস (এফএক্স)। সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): দ্য কোমিনস্কি মেথড (নেটফ্লিক্স)।

প্রিয় ফ্যাশন/গোরা