কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্রাফিক্স: প্রিয়.কম

শতাধিক জার্মান রাজনৈতিকের তথ্য ফাঁস!

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০১৯, ১৪:৪৬
আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯, ১৪:৪৬

(প্রিয়.কম) ব্যাপক সাইবার হামলার শিকার হয়েছেন জার্মানির একশ’ জনের বেশি রাজনীতিবিদ।

জার্মানভিত্তিক আরবিবি ইনফো রেডিও নামে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় আক্রান্ত এসব রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি রাজনীতিবিষয়ক গোপন নথি প্রকাশ করে দিয়েছে হ্যাকাররা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আক্রান্তদের সিংহভাগই ক্ষমতাসীন দলের এবং ফেডারেল পার্লামেন্টের সদস্য। তবে যারা হামলার শিকার হয়েছেন তাদের মধ্যে অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের কোনো সদস্যের নাম নেই।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তথ্য ফাঁসের ঘটনাটি স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম নজরে আসে। তবে এই তথ্যগুলো গত মাসে প্রকাশ করা হয়েছে। প্রকাশের মাধ্যম হিসেবে টুইটারের একটি অ্যাকাউন্ট ব্যবহার করেছে হ্যাকাররা।

প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে রাজনীতিবিদদের মোবাইল নম্বর, ঠিকানাসহ যোগাযোগের বিভিন্ন তথ্য। এ ছাড়া ব্যাংক সম্পর্কিত তথ্য, আর্থিক তথ্য, পরিচয়পত্র ও ব্যক্তিগত মেসেজও রয়েছে ফাঁস হওয়া তথ্যে।

এ ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ডয়চে ভেলে।

প্রিয় প্রযুক্তি/রুহুল