কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইফোন টেনআর। ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নতুন আইফোন টেনআর-এ বেশি আগ্রহ

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:২০
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:২০

(প্রিয়.কম) মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের নতুন আইফোনে এবার আগের বছরগুলোর তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আগ্রহ বেশি। সম্প্রতি কঞ্জিউমার ইন্টেলিজেন্স রিসার্চ পার্টনারের (সিআরআইপি) জরিপে এই তথ্য উঠে এসছে।

যদিও চলতি বছরের নতুন আইফোনের তিন মডেল টেনএস, টেনএস ম্যাক্স ও টেনআর আশানুরূপ বিক্রি হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইফোন টেনআর উন্মুক্তের পর অ্যান্ড্রয়েড থেকে ১৬ শতাংশ ব্যবহারকারী আইফোন ক্রেতা হয়েছেন। ২০১৭ সালে আইফোন এইট ও আইফোন এইট প্লাস উন্মুক্তের পর ১২ শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আইফোনে এসেছে। আর ২০১৭ সালের নভেম্বরে আইফোন টেন উন্মুক্তের পরে ১১ শতাংশ ব্যবহারকারী আইফোনে আগ্রহী হয়েছেন।

সিআরআইপি-এর সহ-প্রতিষ্ঠাতা মাইক লেভিন এক সংবাদ বিজ্ঞতিতে বলেন, দেখা যাচ্ছে বর্তমান অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আইফোন টেনআর ফোনে আগ্রহ অনেক বেশি। তিনি আরও জানান, দাম ও ফিচারের কারণেই হয়তো এমনটা হয়েছে।

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ আইফোন গ্রাহক নতুন সস্তা এই আইফোন টেনআর বেশি কিনেছে। বাজারে থাকা আইফোন টেনআরের মূল্য ৭৪৯ মার্কিন ডলার।

সূত্র: সিএনবিসি

প্রিয় প্রযুক্তি/রুহুল