কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি: সংগৃহীত

ঢাকার প্রেক্ষাগৃহে ‘স্পাইডার-ম্যান: ইন টু দ্য স্পাইডার-ভার্স’

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১৫:২৫
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১৫:২৫

(প্রিয়.কম) ঢাকার স্টার সিনেপ্লেক্সে ২৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে অ্যানিমেটেড সুপারহিরো চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ইন টু দ্য স্পাইডার-ভার্স’।

২৬ ডিসেম্বর দুপুরে সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্রায়ান মাইকেল বেন্ডিস ও সারা পিচেলির গল্প ‘মাইলস মোরালেস’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন ফিল লর্ড ও রডনি রথম্যান। এটি পরিচালনা করেছেন বব পার্সিচেটি, পিটার রামসে ও রডনি রথম্যান।

ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন শেমিক মুর, হেইলি স্টেইনফিল্ড, মাহেরশালা আলী, জেক জনসন, লিভ শেরেবের, ব্রায়ান টিরি হেনরি, লুনা লরেন ভেলেজ এবং লিলি টমলিন। কলাম্বিয়া পিকচার্সের প্রযোজনায় ছবিটির পরিবেশনায় রয়েছে সনি পিকচার্স।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ইতোমধ্যে ৭৬তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এ সেরা অ্যানিমেটেড ছবি হিসেবে মনোনয়ন পেয়েছে ছবিটি।

এদিকে ১৪ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার পর দর্শকদের সাড়া বেড়েছে কয়েকগুণ। ৯০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি ইতোমধ্যে বক্স অফিসে আয় করেছে প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার।

বিনোদন/গোরা