কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কবি হাবীবুল্লাহ সিরাজী। ছবি: সংগৃহীত

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১৮:৩০
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১৮:৩০

(প্র্রিয়.কম) বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবি হাবীবুল্লাহ সিরাজী। নয় বছর পর নতুন মহাপরিচালক পেল বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি। এ পদে আগামি তিন বছর দায়িত্ব পালন করবেন তিনি।

২০ ডিসেম্বর, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমকে হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘সহকর্মীদের সবাইকে নিয়ে বসে নতুন কর্মপরিকল্পনা ঠিক করব। তারপর শুরু হবে একাডেমিকে এগিয়ে নেওয়ার কাজ।’

কবি হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চশিক্ষা লাভ করেন।

হাবীবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক, ২০১০ সালে রূপসী বাংলা পুরস্কার এবং কবিতালাপ সাহিত্য পুরস্কার, ২০০৭ সালে বিষ্ণু দে পুরস্কার, ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।

এ ছাড়া ১৯৮৯ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৮৭ সালে যশোর সাহিত্য পরিষদ পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

এদিকে এর আগে তিন মেয়াদে ৯ বছর বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শামসুজ্জামান খান।

প্রিয় সংবাদ/কামরুল