কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্রীড়াঙ্গন থেকে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সব মিলিয়ে ১৭ জন। ছবি: প্রিয়.কম

নৌকা প্রতীকে নির্বাচন করবেন যেসব ক্রীড়া ব্যক্তিত্ব

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১৬:১৪
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১৬:১৪

(প্রিয়.কম) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত দলীয় মনোনয়নের চিঠি ইতোমধ্যে প্রার্থীদের হাতে তুলে দিয়েছে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। ২৫ নভেম্বর, রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে চিঠি বিতরণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলীয় সূত্রে ২৩০টি আসনে প্রার্থী চূড়ান্ত করার কথা জানানো হলেও এদিন ২১১ আসনের প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। এদের মধ্যে ক্রীড়া ব্যক্তিত্ব রয়েছেন সব মিলিয়ে ১৭ জন। তারা প্রত্যেকে নৌকা প্রতীক নিয়ে একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকেই দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয় থেকে ৪০২৩ জন দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

নৌকা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছিলেন ক্রীড়াঙ্গনের শতাধিক ব্যক্তি। তবে যাচাই-বাছাই শেষে ক্রীড়াঙ্গন থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ১৭ জন।

এক নজরে চূড়ান্ত মনোনয়ন পাওয়া ১৭ ক্রীড়া ব্যক্তিত্ব

কিশোরগঞ্জ-৬: নাজমুল হাসান পাপন

(সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পরিচালক, আবাহনী লিমিটেড)

কুমিল্লা-১০: আ হ ম মোস্তফা কামাল

(সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড)

ঢাকা-৯: সাবের হোসেন চৌধুরী

(সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড)

ঢাকা-১: সালমান এফ রহমান

(চেয়ারম্যান, আবাহনী লিমিটেড)

নড়াইল-২: মাশরাফি বিন মুর্তজা

(অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল)

নোয়াখালী-৫: ওবায়দুল কাদের

(সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী)

রাজশাহী-৬: শাহরিয়ার আলম

(পরিচালক, আবাহনী লিমিটেড ও সভাপতি, বাংলাদেশ টেনিস ফেডারেশন) 

মানিকগঞ্জ-১: নাঈমুর রহমান দুর্জয়

(পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সাবেক অধিনায়ক, জাতীয় ক্রিকেট দল)

মাগুরা-২: ড. বীরেন শিকদার

(যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী)

খুলনা-৪: আবদুস সালাম মুর্শেদী

(সাবেক ফুটবলার ও সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন)

নারায়ণগঞ্জ-১: গোলাম দস্তগীর গাজী

(সাবেক পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড)

গাইবান্ধা-২: মাহবুব আরা বেগম গিনি

(সাবেক অ্যাথলেট ও সভানেত্রী, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা)

গাজীপুর-২: জাহিদ আহসান রাসেল

(চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি)  

যশোর-৩: কাজী নাবিল আহমেদ

(সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ, আবাহনী লিমিটেড)

গোপালগঞ্জ-১: কর্নেল ফারুক খান

(সভাপতি, বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশন) 

মাদারীপুর-৩: ড. আবদুস সোবহান গোলাপ 

বান্দরবান: বীর বাহাদুর উশৈ সিং 

(সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন)

প্রিয় খেলা/আজাদ চৌধুরী