কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে এই প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন তৈরি করা হলো। ছবি: সংগৃহীত

ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেনের ট্রায়াল রান আজ

আজাদ চৌধুরী
জ্যেষ্ঠ সহ-সম্পাদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ১৮:৪৪
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ১৮:৪৪

(প্রিয়.কম) ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ‘ট্রেন ১৮’ যাত্রা শুরু হবে আজ। বেরিলি থেকে মোরাদাবাদ পর্যন্ত যাত্রা করবে ট্রেনটি।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সম্পূর্ণ এসি ‘ট্রেন ১৮’ সেল্ফ প্রপিউলেশন মোডিউলে চলবে। এ ছাড়া ট্রেনটি ১৬০ কেএমপিএইচে চলবে। পাশাপাশি এতে দ্রুত অ্যাক্সেলারেশনের জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বানী লোহানি ইন্টিগ্রাল কোট ফ্যাক্টরির তৈরি এ ট্রেনটিকে শতাব্দী এক্সপ্রেসের উত্তরসূরি হিসেবে তুলনা করেছেন।

ট্রেনটি চলবে সেল্ফ প্রপিউলেশন মোডিউলে। ছবি: সংগৃহীত

ট্রেনটির নির্মাণে ব্যয় হয়েছে ১০০ কোটি টাকা। ট্রেনটি প্রথম লং ডিসট্যান্স ট্রেন, যাতে কোনো আলাদা ইঞ্জিন নেই। ১৬ কোচের ট্রেনটি বানাতে ১৮ মাস সময় লেগেছে। ১১ নভেম্বর এটি দিল্লি রওনা হয় এবং দুই দিন পর সেখানে পৌঁছায়।

প্রতিবেদন থেকে জানা যায়, রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের একটি দল ইতোমধ্যেই মোরাদাবাদ পৌঁছে গেছে। রেলওয়ে বোর্ডের অনুমতি ছাড়া বিনা ইঞ্জিনে চালানো যাবে না বলে ট্রেনটি শেষ ট্রায়াল রানের পর ইঞ্জিনসহ দিল্লি পাঠানো হয়েছিল।

ভারতে প্রথম এমন ট্রেন তৈরি হলো। তাও মাত্র ১৮ মাসে। আশা করা হচ্ছে, ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে ‘ট্রেন ১৮’-এর আরেকটি ইউনিট এবং আরও চারটি ট্রেন ২০২০ সালের মধ্যে সব সম্পন্ন করা হবে।

প্রিয় সংবাদ