কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ফাগুন হাওয়ায়’ ছবির প্রথম পোস্টার প্রকাশ অনুষ্ঠানে তৌকীর আহমেদ, নুশরাত ইমরোজ তিশা ও অভিনেতা সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

‘ফাগুন হাওয়ায়’-এর প্রথম পোস্টার

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ১৫:১৫
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ১৫:১৫

(প্রিয়.কম) ‘হালদা’ ছবির পর এবার ‘ফাগুন হাওয়ায়’ ছবি নিয়ে আসছেন অভিনেতা তৌকীর আহমেদ। তৌকীর নির্মিত এ ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও অভিনেতা সিয়াম আহমেদ

চ্যালেন আই-এর পক্ষ থেকে প্রিয়.কমকে জানানো হয়, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ভাষা আন্দোলনের উপর নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ফাগুন হাওয়ায়’। ছবিটিতে নাসির চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও দীপ্তি চরিত্রে অভিনয় করেছেন তিশা। পাকিস্তানি পুলিশ কর্মকর্তা জামশেদ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের শক্তিমান অভিনেতা ইয়াশপাল শর্মা।

ছবিটির মুক্তি উপলক্ষে ১৬ নভেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ‘ফাগুন হাওয়ায়’র প্রথম পোস্টার। পোস্টারে পঞ্চাশের দশকের সাজ সজ্জায় হাজির হয়েছিলেন তিশা ও সিয়াম আহমেদ।

ছবি প্রসঙ্গে নির্মাতা তৌকীর বলেন, ‘ছবির গল্প ১৯৫২ সাল ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। এ ছবিতে ওই সময়কার বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প তুলে ধরা হয়েছে। ছবিটির পরিবেশক অভি কথাচিত্র। ‘ফাগুন হাওয়ায়’ নির্মিত হয়েছে টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায়।’

‘ফাগুন হাওয়ায়’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এ ছবিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হাসান, আজাদ সেতু, আবদুর রহিম, হাসান আহমেদসহ আরও অনেকে।

‘ফাগুন হাওয়ায়’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

এর আগে তৌকীরের নির্মিত ‘হালদা’ ছবিটি দেশ বিদেশে সুনাম কুড়িয়েছে। দেশ বিদেশের বেশ কিছু চলচ্চিত্র পুরস্কারও এসে জমা হয়েছে ‘হালদা’র ঝুলিতে।

প্রিয় বিনোদন/গোরা