কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশে ফেরা কিছু সিরীয় শিশু। ছবি: সংগৃহীত

সিরিয়ায় ফিরেছেন ‘২ লাখ ৭০ হাজার’ শরণার্থী

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ১৫:০৬
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ১৫:০৬

(প্রিয়.কম) সিরিয়ার দুই লাখ ৭০ হাজার শরণার্থী দেশে ফিরেছেন বলে দাবি করেছে রুশ সেনাবাহিনী।

গত কয়েক মাসে এসব শরণার্থী দেশে ফিরে আসে।  

১৬ নভেম্বর, শুক্রবার রুশ জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের কর্নেল জেনারেল মিখাইল মিজিন্তসেভ বলেন, গত কয়েক সপ্তাহে ছয় হাজারের মতো সিরিয়ার নাগরিক দেশে ফিরেছেন। আরও বিপুলসংখ্যক শরণার্থী খুব শিগগিরই দেশে ফিরবেন।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সাল থেকে চলা সহিংসতায় লাখ লাখ সিরীয় নাগরিক দেশ ছেড়েছিলেন। দেশে সহিংসতা কমে গেছে বলে সিরিয়ার সরকার নাগরিকদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে। 

সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে প্রতিবেশী দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেয়। সাত বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধ থামাতে গত বছর ইরান ও রাশিয়ার সঙ্গে তাদের সমঝোতা হয়। 

যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক, ইরান ও ইসরায়েলের মতো বিদেশি শক্তিগুলো যুদ্ধরত ভিন্ন ভিন্ন গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছে। তাদের দেওয়া অস্ত্রের সরবরাহের কারণে সিরিয়ার কিছু কিছু এলাকায় এখনো সহিংসতা চলছে। 

প্রিয় সংবাদ/আশরাফ/আজহার