কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জনগণকে ভোটদানে উৎসাহিত করতেই রাজস্থান পুলিশ দীপিকা পাডুকোনের সংলাপটি ব্যবহার করেছে। ছবি: সংগৃহীত

দীপিকার সংলাপ ব্যবহার করে ভোট চাইছে পুলিশ!

আজাদ চৌধুরী
জ্যেষ্ঠ সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১৪:৫০
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১৪:৫০

(প্রিয়.কম) জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করতে ভারতের রাজস্থান পুলিশ অভিনব এক পন্থা অবলম্বন করেছে। তারা দীপিকা পাডুকোনের সংলাপ ব্যবহার করে জনগণকে ভোট দিতে অনুরোধ জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, রাজস্থান পুলিশ দীপিকা পাডুকোনের ‘ওম শান্তি ওম’ ছবির সংলাপ ব্যবহার করে জনগণের কাছে ভোট চাইছে।

আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে রাজস্থানবাসীকে ভোটদানের জন্য অনুরোধ জানাতে রাজ্য পুলিশ আশ্রয় নিয়েছে দীপিকা পাডুকোন অভিনীত ‘ওম শান্তি ওম’ ছবির।

রাজ্য পুলিশ দীপিকা পাডুকোনের ‘এক চুটকি সিন্দুর’ সংলাপ ব্যবহার করে টুইট করে বলেছে, ‘রমেশ বাবু সিঁদুরের মূল্য না জানলেও প্রতিটি নাগরিকের নিজের ভোটের মূল্য অবশ্যই বোঝা উচিত।’

রাজস্থান পুলিশের টুইটটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর কয়েকশ লাইক ও বহু মানুষের প্রশংসা লাভ করেছে। এ ধরনের টুইট তারা এই প্রথম করেনি। কিছুদিন আগেও তারা সাইবার নিরাপত্তা তৈরি করতে ‘থাগস অব হিন্দুস্তানে’র ছোঁয়া রেখে একটা টুইট শেয়ার করেছিল।

প্রিয় জটিল