কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেনাপোল রেলওয়ে স্টেশন। ছবি: সংগৃহীত

বেনাপোলে মাদকসহ নারী আটক, দাবি বিজিবির

আয়েশা সিদ্দিকা শিরিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ১১:১৮
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১১:১৮

(প্রিয়.কম) যশোরের বেনাপোলে ইয়াবা ও ফেনসিডিলসহ এক নারীকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৩ অক্টোবর, মঙ্গলবার ভোরে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ওই নারীকে আটক করা হয় বলে ইউএনবির খবরে জানানো হয়েছে।

আটককৃত নারীর নাম মিতু খাতুন (২১)। তিনি যশোরের অভয়নগর উপজেলার ভুইকারা গ্রামের আবুল কালামের মেয়ে। মিতু একজন মাদক ব্যবসায়ী বলেও দাবি করেছে বিজিবি।

বিজিবি-৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ ইয়াবা ও ১৪ বোতল ফেনসিডিলসহ মিতুকে আটক করেন বিজিবির সদস্যরা।

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী