কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত

মুখ খুললেন ক্যাটরিনাও

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১৫:১৮
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১৫:১৮

(প্রিয়.কম) যৌন নির্যাতনের বিরুদ্ধে গড়ে ওঠা ‘#মিটু’ আন্দলনের শুরুটা হয়েছিল হলিউডে। হলিউডের সেই হাওয়া লেগেছে ভারতের বলিউডেও। কিছুদিন আগে বলিউড অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন ‘আশিক বানায়া’ ছবির অভিনেত্রী তনুশ্রী দত্ত।

এরপর ভারত জুড়ে শুরু হরু হতে থাকে হইচই। প্রতিষ্ঠিত অভিনেতা, নির্মাতা ও গায়কসহ অনেকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলতে শুরু করেন বিনোদন জগতের জনপ্রিয় নারী তারকারা। ভারতের রাজনীতি থেকে শুরু করে বিনোদন জগতসহ সর্বত্র যৌন হেনস্তার অভিযোগে সরব হয়েছেন নারীরা।

তনুশ্রীর শুরু থেকে সাহস পেতে শুরু করেছেন বাকি অভিনেত্রীরা। এ অভিযোগের পর বলিউডের অনেক অভিনেত্রীই তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন। সেই তালিকায় আছেন বলিউডের সুন্দরী ক্যাটরিনা কাইফ

নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগকে কেন্দ্র করে ক্যাট বলেন, ‘কর্মক্ষেত্রে যৌন হেনস্তার বিরুদ্ধে সরব হওয়াকে সমর্থন করি আমিও। যারাই এ বিষয়ে প্রতিবাদ করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই। প্রথমবার যৌন হেনস্তা সংক্রান্ত অভিযোগ সামনে আনার জন্য তনুশ্রীকে ধন্যবাদ জানাই। তনুশ্রী পাশে আছি। তার দেখানো পথে এবার সরব হয়েছেন অনেকে।’

ক্যাটরিনা আরও বলেন, ‘তবে বিষয়টি নিয়ে কেউ যেন অহেতুক অভিযোগ না করেন, সে দিকেও আমাদের খেয়াল রাখা প্রয়োজন। কারণ নিজেকে লাইমলাইটে আনার জন্য অনেকে এ ধরনের অভিযোগ করতে পারেন।’

সূত্র: আনন্দ বাজার

প্রিয় বিনোদন/গোরা