কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পিজ্জা। ছবি: সংগৃহীত

৩৭ বছর ধরে পিজ্জা খাচ্ছেন এই ব্যক্তি!

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১৪:২৯
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১৪:২৯

(প্রিয়.কম) পিজ্জা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। ইতালিয়ান এই খাবারটি যেমন জনপ্রিয় তেমন মজাদার। বাচ্চারাতো বটেই, বড়দেরও বেশ পছন্দের খাবার এটি।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা মাইক রোমান। এই ব্যক্তি দীর্ঘ ৩৭ বছর ধরে রাতের খাবারে প্লেন চিজ পিজ্জা খেয়ে নজির গড়েছেন। সম্প্রতি পডকাস্টের মাধ্যমে বিষয়টি সামনে নিয়ে আসেন মাইক রোমান। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মাইক রোমান জানান, এখন তার বয়স ৪১ বছর। খুব ছোটবেলা থেকেই পিজ্জা খাওয়ার অভ্যাস তৈরি হয় তার।

রোমান জানান, বাড়ির মানুষরা তাকে পিজ্জা খেতে নিষেধ করেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। প্রতিদিন রাতেই তিনি পিজ্জা খেতে শুরু করেন। 

মাইক রোমান। ছবি: সংগৃহীত

প্রতিবেদন থেকে জানা গেছে, রোমান প্রতি রাতেই পিজ্জা খেতেন। রাতের খাবারের পছন্দের তালিকায় পিজ্জা স্পেশাল হয়ে ওঠে।

রোমান জানান, পিজ্জা খেয়ে তিনি কখনো বিরক্ত হন না। দীর্ঘদিন পিজ্জা খাওয়ার পরও তার স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব পড়েনি।

যুক্তরাষ্ট্রে প্রচুর মানুষ রয়েছে যারা পিজ্জা খেতে পছন্দ করেন। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিজ্জা অপারেটরসের তথ্য অনুযায়ী, মোট জনবসতির ৯৩ শতাংশ মাসে একদিন পিজা খেয়ে থাকে। তাই যুক্তরাষ্ট্রের মানুষদের পিজ্জা প্রেমী বললে ভুল হবে না। 

প্রিয় সংবাদ/রুহুল