কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ড. আতিউর রহমানের বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ড. আতিউর রহমানের চারটি নতুন বই

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১২:৪৫
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১২:৪৫

(প্রিয়.কম) বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে লেখার কারণেও তিনি বেশ পরিচিত। ২০ অক্টোবর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় তার লেখা চারটি বইয়ের পাঠ উন্মোচন।

আলোঘর প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ‘শেখ মুজিব বাংলাদেশের আরেক নাম’, ‘ফ্রম এ্যাশেস টু প্রসপারিটি’, ‘নিশিদিন ভরসা রাখিস’ ও ‘প্রান্তজনের স্বপক্ষে’ এ চারটি বই আতিউরের লেখা। পাঠ উন্মোচন অনুষ্ঠানে তার এ চারটি বইয়ের আলোচনায় ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, বিআইবিয়ামের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বইগুলো সম্পর্কে লেখক আতিউর বলেন, ‘১৯৭১ সাল। সে ছিল এক হিরন্ময় সময়। একই সঙ্গে আনন্দ ও বেদনার। মূলত, কৃষক সন্তানদের অংশগ্রহণে বাঙালির গৌরবদীপ্ত মুক্তিযুদ্ধে ঘটেছিল স্বপ্নের এক অসামান্য বিস্ফোরণ। কৃষকের, মজুরের, গণমানুষের ওই মুক্তি সংগ্রামের প্রেরণার উৎস ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আদর্শ।’

অনুষ্ঠানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘আতিউর রহমান তার বহুমাত্রিক চেতনায় এ বইটি রচনা করেছেন। তার ঋদ্ধ গবেষণায় বইটি সমৃদ্ধ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে তুলে ধরেছেন বইটিতে। সবার কাছে যা গ্রহণযোগ্যতা পাবে।’

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আতিউরকে পলিম্যাথ হিসেবে আখ্যায়িতক করেন। তিনি বলেন, ‘আতিউর রমহানের এই বহুমূখী প্রতিভায় আমাদের সমাজ সংস্কৃতির উন্নয়ন হচ্ছে।’

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘যে চারটি গ্রন্থের পাঠ- উন্মোচন হচ্ছে সবগুলোই গ্রন্থই আমাদের সমাজ সংস্কৃতি ও আর্থ সামাজিক উন্নয়নের সহায়ক।’

প্রিয় সাহিত্য/গোরা