কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

আগামী বছর থেকে ভারতে ফোন বানাবে হুয়াওয়ে

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ১৭:২৮
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ১৭:২৮

(প্রিয়.কম) প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান হুয়াওয়ে ২০১৯ সাল থেকে ভারতে মোবাইল তৈরির পরিকল্পনা নিয়েছে।

১৯ অক্টোবর, শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেট নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের চেন্নাইয়ে ফিলেক্সের কারখানায় এসব মোবাইল উৎপাদন করা হবে।

এ বিষয়ে হুয়াওয়ের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট জিম ঝু বলেন, বর্তমানে স্মার্টফোন ও ইলেকট্রনিক ডিভাইসের জন্য ভারত একটি লাভজনক স্থান। হুয়াওয়ে দেশটিতে তাদের উপস্থিতির ব্যাপকতা বাড়াতে চায়।

জিম ঝু জানান, প্রাথমিক অবস্থায় হুয়াওয়ে দেশটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। একই সঙ্গে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশটিতে এক হাজার আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

হুয়াওয়ে বর্তমানে মোবাইল উৎপাদনে মনোনিবেশ করলেও ভবিষ্যতে কম্পিউটার ও স্মার্টওয়াচ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা।

প্রিয় প্রযুক্তি/আজহার