কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুছ কুছ হোতা হ্যায়ের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে বলিউড তারকা রানি, শাহরুখ ও কাজল। ছবি: সংগৃহীত

‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২০ বছর পূর্তি অনুষ্ঠান

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ১৩:০৩
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ১৩:০৩

(প্রিয়.কম) জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন হয়ে গেল বলিউডের সাড়াজাগানো ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ২০ বছর পূর্তি অনুষ্ঠান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ১৬ অক্টোবর ভারতের মুম্বাইয়ের এ অনুষ্ঠানে ছবিটির প্রধান তিন চরিত্রের তিন অভিনয়শিল্পী বলিউড বাদশা শাহরুখ খান, কাজলরানীসহ আরও অংশ নিয়েছেন কারিনা কাপুর, অভিষেক বচ্চন, শ্বেতা বচ্চন, টুইঙ্কেল খান্না, নেহা ধুপিয়া, জাহ্নবি কাপুর, ঈশান খট্টর, বরুণ ধাওয়ান, নির্মাতা জয়া আখতার, অয়ন মুখার্জীসহ বলিউডের আরও অনেকে।

অনুষ্ঠানে শাহরুখের বিষয়ে বলতে গিয়ে রানী বলেন,‘“কুছ কুছ হোতা হ্যায়” ছবির “কোই মিল গেয়া” গানের ভিডিওর শুটিং শেষ হওয়ার পর শাহরুখের বড় ছেলে আরিয়ানের জন্ম হয়। আমার খুব মনে আছে, তখন ছোট্ট আরিয়ানের সঙ্গে আমি খেলেছি। শাহরুখকেও বলেছি, “তোমার ছেলে দেখতে খুব সুন্দর হয়েছে”। ছবির শুটিং চলার সময় আমি যেন বেশি মুটিয়ে না যাই সে দিকে খেয়াল রাখত করণ। তাই তখন একবার শুটিং স্পটে আমার হাত থেকে খাবারের প্লেটও ছিনিয়ে নিয়ে গিয়েছিল করণ।’

অনুষ্ঠানে রানির অভিনয়ের তারিফ করেন কাজল। ২০ বছর পূর্তিতে কিং খান বলেন,‘সত্যি কথা বলতে ছবিটির স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর তা মোটেও ভালো করে পড়ে দেখিনি। তাছাড়া ওই স্ক্রিপ্ট ঠিক মতো বুঝতেও পারিনি আমি। তবে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, স্ক্রিপ্ট না বুঝতে পারলেও, যিনি এটা লিখেছেন আর যিনি ছবিটির নির্দেশনা দিয়েছেন তাকে আমি ঠিকই বুঝতে পেরেছি।’

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ছবিটির সম্পর্কে শাহরুখ আরও বলেন, ‘এরচেয়ে আরও দুঃখজনক ব্যাপার, ছবির চুক্তির সময় যখন এ ছবির গল্পটি নির্মাতা করণ জোহর আমাকে শোনান। তখন সত্যি আমার কাছে মনে হয়েছে পুরো গল্পটাই একটা ফালতু গল্প, যার আগা মাথা কিছুই আমার মাথায় ঢুকেনি। তাই অভিনয়ের সময় এ গল্পের চরিত্রের ভেতরে নিজেকে প্রবেশ করানো আমার পক্ষে সম্ভব হয়নি। অভিনয়ের সময় আমি শুধু করণের নির্দেশনাগুলো আনুসরন করেছি। তবে হ্যাঁ, ছবিটির সফলতার জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। একমাত্র তার জন্য ছবিটি এতো বড় সফলতার মুখ দেখতে পেরেছে। আর একটি কথা না বললেই নয় এখন এ ছবিটি আমার ছেলে-মেয়ে আব্রাম, সুহানা ও আরিয়ানেরও কাছে বেশ পছন্দের একটি ছবি।’

প্রিয় বিনোদন/গোরা