কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুগল প্লে-স্টোরের লোগো

গুগল অ্যাপ ব্যবহারে বাড়তি অর্থ গুনতে হবে স্মার্টফোন নির্মাতাদের

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ১০:৩২
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ১০:৩২

(প্রিয়.কম) ইউরোপের দেশগুলোতে যেসব প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড অপারেটিংয়ে চালিত স্মার্টফোন, ট্যাব বা এই জাতীয় ডিভাইস বিক্রি করে থাকেন, তাদের এখন থেকে বাড়তি অর্থ গুনতে হবে।

১৬ অক্টোবর, মঙ্গলবার গুগল তাদের ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে।

গুগল জানিয়েছে, ইউরোপের দেশগুলোতে নতুন যেসব স্মার্টফোনে জি-মেইল, ইউটিউব এবং গুগল ম্যাপসসহ অন্যান্য গুগল অ্যাপ ইনস্টল করা থাকবে, সেসব মোবাইলগুলোর নির্মাতা প্রতিষ্ঠানকে লাইসেন্স ফি গুনতে হবে। আর এই লাইসেন্স ফি কার্যকর হবে ২৯ অক্টোবর থেকে। তবে মোবাইল নির্মাতারা গুগল সার্চ ইঞ্জিন এবং ক্রোম ব্রাউজার অ্যাপ দুটি বিনামূল্যে ইনস্টল করতে পারবে।

গুগল ব্লগের ওই পোস্ট সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অ্যান্টি ট্রাস্ট গুগলকে বড় অঙ্কের জরিমানা করে। এরই পরিপ্রেক্ষিতে গুগল এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও জানা যায়, গুগল প্লে-স্টোর অ্যান্ড্রয়েডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার। এই প্লে-স্টোরে থাকা হাজার হাজার অ্যাপ যেকোনো স্মার্টফোনকে ব্যবহারযোগ্য করে তোলে। এই ফিচার ব্যবহার করতে গুগল মোবাইল নির্মাতাদের গুগল সার্চ এবং ক্রোম আগে প্রি-ইনস্টলে চাপ দিয়ে থাকে। এতেই বেঁকে বসে ইইউ। তাদের দাবি, এটি বেআইনি।

পরবর্তী সময়ে ইইউ গুগলকে ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা করার পাশাপাশি সময় দেয় এই ধরনের কার্যকলাপ থেকে সরে আসতে।

প্রিয় প্রযুক্তি/রুহুল