কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

৬ জিবি র‍্যামের ফোন নিয়ে আসছে ওয়ালটন

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ১৪:৩২
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১৪:৩২

(প্রিয়.কম) দেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে দেশীয় প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ওয়ালটন। নতুন এই স্মার্টফোনটিতে থাকতে পারে ছয় গিগাবাইট (জিবি) র‍্যাম।

১৪ অক্টোবর, রবিবার ওয়ালটন তাদের ফেসবুক পেজে এমন ঘোষণা দিয়েছে। ফেসবুক পোস্টে আরও জানানো হয়,
নতুন এই মোবাইলটির নাম হতে পারে ওয়ালটন এক্স।

পোস্টে আরও জানানো হয়, ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এটি দেশের প্রথম ছয় জিবি র‍্যামের ফোন।

এদিকে ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, হালকা বেজেলের স্মার্টফোন হতে পারে এটি। ধারণা করা হচ্ছে, ৫.৭ ইঞ্চি ডিসপ্লে হতে পারে নতুন এই স্মার্টফোনটির। ছয় জিবি র‍্যামের সঙ্গে থাকতে পারে ৬৪ গিগাবাইট স্টোরেজ।

প্রসেসর হিসেবে থাকতে পারে ২.৩ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর। একইসঙ্গে সাড়ে তিন থেকে চার হাজার এমএএইচ ব্যাটারি থাকতে পারে এতে।

প্রিয় প্রযুক্তি/রুহুল