কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুর্গাপূজার মণ্ডপ। ছবি: সংগৃহীত

দুর্গাপূজায় নজরদারিতে থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম

শেখ নোমান
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫২
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫২

(ইউএনবি) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কেউ উসকানি ছড়াতে না পারে সে জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা হবে।

১৯ সেপ্টেম্বর, বুধবার শারদীয় দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন।

সচিব বলেন, ‘গুজব ছড়িয়ে যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগমাধ্যমেও কড়া নজরদারি থাকবে।’

সব পূজামণ্ডপের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে সচিব বলেন, ‘সারা দেশে ৩০ হাজারের বেশি পূজা মণ্ডপ হবে। প্রতিমা বিসর্জনের দিন শুক্রবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত কোনো ধরনের ঢাক-ঢোল না বাজাতে সনাতন ধর্মাবলম্বীদের অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার কারণে মোটরসাইকেল চলাচল সীমিত করা হবে।’

প্রিয় সংবাদ/কামরুল