কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা সোহেল ৫ দিনের রিমান্ডে

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৫
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৫

(ইউএনবি) রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা ভাঙচুরের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

১৯ সেপ্টেম্বর, বুধবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবদুল করীম হাবিব উন-খান সোহেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে সোহেলের জামিন আবেদন করেন তার আইনজীবী।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেএইচএম তোহা সোহেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশান-২ এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিবকে গ্রেফতার করে পুলিশ।

সোহেল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিরও সভাপতি। গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

বিএনপি সূত্র জানা গেছে, সোহেলের বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা রয়েছে।

প্রিয় সংবাদ/কামরুল