কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ। ছবি: সংগৃহীত

নওয়াজের কারাদণ্ড স্থগিত

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০১
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০১

(প্রিয়.কম) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফদারের বিরুদ্ধে অ্যাভেনফিল্ড মামলার রায় স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

১৯ সেপ্টেম্বর, বুধবার হাইকোর্ট এই স্থগিতাদেশ দেয়।

নওয়াজ, মরিয়ম ও সফদারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আতাহার মিনাল্লাহ ও বিচারপতি মিনাগুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চে চলতি বছরের ৬ জুলাই বিচারিক আদালতের দেওয়া রায়ের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কারাদণ্ডের রায় স্থগিত করা হয়।

এই আদেশের ফলে নওয়াজ, মরিয়ম ও মরিয়মের স্বামী বাকি আনুষ্ঠানিকতা শেষ হলে যেকোনো সময় মুক্তি পেতে পারেন।

এর আগে দুর্নীতির দায়ে নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেয় জবাবদিহিতাবিষয়ক আদালত। নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী সফদারকে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া নওয়াজকে ৮০ লাখ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ পাউন্ড জরিমানা করা হয়।

আদালতের রায়ের পর ১২ জুলাই থেকে নওয়াজ ও মরিয়ম কারাগারে রয়েছেন। সফদারকে গ্রেফতার করা হয়েছে তারও আগে।

১৯ সেপ্টেম্বর শুনানির সময় বিচারপতি আতহার মিনাল্লাহ আদালতের কৌঁসুলি মোহাম্মদ আকরাম কুরেশির উদ্দেশে বলেন, ‘নওয়াজ শরিফ যে অ্যাভেনফিল্ড অ্যাপার্টমেন্টের মালিক—তার পক্ষে অকাট্য দলিল দেখাতে পারেননি। সে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিরা “বেনিফিট অব ডাউট” পেতে পারেন।’

রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ায় আদালত কক্ষ ও এর বাইরে নওয়াজ শরিফের সমর্থকরা উল্লাস প্রকাশ করে স্লোগান দেন।

প্রিয় সংবাদ/আজহার