কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন সংশোধিত আইনে নিকাহ হালালার কথাও উল্লেখ রয়েছে। ছবি: সংগৃহীত

ভারতে তিন তালাক দিলে জেল-জরিমানা

শেখ নোমান
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১০
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১০

(প্রিয়.কম) ভারতে তিন তালাক এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। কেউ তিন তালাক দিলে জেল-জরিমানারও বিধান রাখা হয়েছে।

১৯ সেপ্টেম্বর, বুধবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি অধ্যাদেশ অনুমোদিত হয়েছে।

দেশটির আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, বুধবার তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে।

গত বছরের আগস্টে ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে তাৎক্ষণিক তিন তালাককে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন। তারপরও দেশটিতে তিন তালাকের চর্চা চলে আসছিল বলে জানান রবি শঙ্কর প্রসাদ। 

তিন তালাককে ‘বর্বর’ উল্লেখ করে রবি শঙ্কর প্রসাদ বলেন, ‘লৈঙ্গিক সমতা আনতে ২২টি দেশ তিন তালাক সংক্রান্ত আইন পাস করেছে। ভোটের রাজনীতির জন্য ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে এতদিন এ বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।’

একই সঙ্গে এই জটিলতার জন্য রবি শঙ্কর প্রসাদ কংগ্রেসকে দায়ী করেন।

কেন্দ্রীয় সরকার গত আগস্টে ‘মুসলিম উইমেন প্রটেকশন অব রাইটস অন মেরিজ বিল’ নামের আইনটিতে তিনটি সংশোধনী আনে।

নতুন সংশোধনী অনুযায়ী, এখন থেকে কোনো নারী নিজে কিংবা তার রক্তের সম্পর্কীয় কেউ অভিযোগ করলে এটি অপরাধ হিসেবে আমলে নেওয়া হবে। কিন্তু স্বামী-স্ত্রীর দুজন আপসরফায় চলে গেলে মামলা উঠে যাবে। মামলায় স্বামীকে জামিন দেওয়া হবে কি না, স্ত্রীর বয়ান শোনার পরই আদালত সেই সিদ্ধান্ত নেবেন।

এ মামলায় পুলিশও জামিন দিতে পারবে না। একমাত্র আদালতের বিচারপতিরই জামিন দেওয়ার অধিকার রয়েছে।

নতুন সংশোধিত আইনে নিকাহ হালালার কথাও উল্লেখ রয়েছে। যেখানে সংশ্লিষ্ট নারী তালাকের পর অন্য কাউকে বিয়ে করতে পারবেন।

ইচ্ছে হলে স্বামীর কাছে ফিরে গিয়ে তাকেও ফের বিয়ে করতে পারবেন। এ আইনে নারীরা ভরণপোষণের দাবিদার হবেন বলেও উল্লেখ করা হয়েছে।

নতুন আইনের ফলে তিন তালাকের সঙ্গে কেউ যুক্ত থাকলে তার তিন বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা ভোগ করতে হবে।

লোকসভায় বিলটি পাস হলেও শাস্তি ও জামিনের বিধানের বেশ কয়েকটি বিষয়ে কংগ্রেসসহ অন্যান্য বিরোধীদের আপত্তির মুখে রাজ্যসভায় তা আটকে গিয়েছিল।

প্রিয় সংবাদ/শান্ত