কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

ইন্দ্রনীল ঢাকায়

মিঠু হালদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৮
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৮

(প্রিয়.কম) বাংলাদেশের নির্মাতা সোয়াইবুর রহমান রাসেলের ‘নন্দিনী’ ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতীয় বাংলা ও বলিউডের ছবিতে কাজ করা পশ্চিমবঙ্গের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত

১৯ সেপ্টেম্বর, বুধবার দুপুর তিনটার দিকে ইন্দ্রনীল ঢাকায় পৌঁছান।

‘নন্দিনী’র নির্মাতা প্রিয়.কমকে বলেন, ‘দুপুর তিনটার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন ইন্দ্রনীল। আজ বিশ্রামে থাকবেন। কাল থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নিবেন তিনি। টানা ১০ দিন শুটিং করবেন তিনি।’

বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। এর গল্প ও সংলাপ লিখেছেন লেখক নিজেই। আর চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান।

ছবিতে ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী নাজিরা মৌ।

‘নন্দিনী’ ছবিতে অভিনয় প্রসঙ্গে ইন্দ্রনীল কয়েকদিন আগে প্রিয়.কমকে বলেছিলেন, ‘গল্পের চিত্রনাট্য ও বাকি সবই আমার পছন্দ হয়েছে। এমন চরিত্রে আমি এর আগে কখনোই অভিনয় করিনি। এ ছাড়া সমাজের এমন নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কের পটভূমিতে নির্মিত সিনেমায় আমি আগে কাজ করিনি। সেই সঙ্গে এটি একটি ভিন্ন রকমের ভালোবাসার গল্প।’

‘এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। আমি এমন ধরনের চরিত্রেই অভিনয় করতে পছন্দ করি, যা আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই।’

গত দুই বছরেরও বেশি সময় ধরে ছবিটি নির্মাণের পরিকল্পনা করছিলেন নির্মাতা রাসেল ও লেখক পরিতোষ বাড়ৈ। অবশেষে চলতি বছরের মে মাসে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন ইন্দ্রনীল সেনগুপ্ত।

রাসেল প্রিয়.কমকে জানান, ছবিতে পলাশ চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রনীল। তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক গুণী অভিনেতা আছেন। কিন্তু উপন্যাসটা পড়ার পর আমি দেশে কাউকে পাইনি যাকে চরিত্রটিতে মানাবে।’

‘একটা মেয়ের সংগ্রামী জীবনের গল্প দেখা যাবে ‘‘নন্দিনী’’ ছবিতে, যার জীবনের পরতে পরতে লুকিয়ে রয়েছে গল্প।’

নির্মাতার ভাষ্য, ‘ছবিটির মধ্য দিয়ে আমরা সমাজের মানুষের কাছে একটা মেসেজ (বার্তা) দিতে চাই।’

‘নন্দিনী’ ছবির পুরো অংশের শুটিং হবে বাংলাদেশে। নির্মাতা ছবিটি মুক্তি দিতে চান পরের বছরের ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহায়।

ছবিতে অন্যদের মধ্যে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ আরও অনেকেই।

কয়েক বছর আগে ‘চোরাবালি’ দিয়ে ঢাকাই ছবিতে অভিষেক হয় ইন্দ্রনীলের। সবশেষ তাকে দেখা যায় ‘সম্রাট’ ছবিতে।

প্রিয় বিনোদন/আজহার