কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যান্ডেজ বাঁধা গ্লাভস পরে অসীম সাহসিকতার সঙ্গে এক হাতে ব্যাট করেন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

এক হাতে ব্যাটিং, অসীম সাহসিকতার পুরস্কার ১০ লাখ টাকা!

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৫
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৫

(প্রিয়.কম) মাঠ থেকে সরাসরি হাসপাতালে। স্ক্যান রিপোর্টে জানা গেল, তামিমের বাম হাতের কবজিতে চির ধরেছে। বাস্তবতা বলছে, এমন অবস্থায় ব্যাট করতে নামা সম্ভব নয়। তবে ৪৭তম ওভারে সবাইকে চমকে দিয়ে ব্যাট হাতে মাঠে নেমে গেলেন তামিম ইকবাল। পুরো ক্রিকেট-বিশ্ব তখন স্তম্ভিত। দেখল, সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

হাতে ব্যথা, বুকে দেশপ্রেম। তবে সিদ্ধান্ত নিতে দেরি করেননি। শুধু মাঠে নামাই নয়, এক হাতেই সুরঙ্গ লাকমলের শেষ বলটি ঠেকিয়েও দিলেন তামিম। পরের ওভারে স্ট্রাইক পেলেন সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। তামিম মাঠে নামতেই যেন অন্য রকম এক অনুপ্রেরণা পেয়েছিলেন মুশফিক। তুললেন ব্যাট হাতে ঝড়। দল পেল ২৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর।

২৬২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে লঙ্কানরা থামে ১২৪ রানেই। বাংলাদেশ পায় ১৩৭ রানের বড় জয়। তবে খেলার ফলাফল ছাপিয়ে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তামিমের সাহসিকতা।

প্লাস্টার করা হাতটাকে কোনোমতে গ্লাভসে আটকে রেখে তামিমের মাঠে নামা কিংবা একজন পেসারের ছোড়া বল এক হাতে ধরা ব্যাটে মোকাবিলা করার মানসিকতা মুগ্ধ করেছে ক্রিকেট-বিশ্বকেই। এক হাতে ব্যাটিং করার ওই দৃশ্যও নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে গেঁথে থাকবে আজীবন।

পুরো ক্রিকেট-বিশ্বেই চলছে তামিম-বন্দনা। ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল। নিজ মুখে বর্ণনা করছেন রোমাঞ্চকর ও দুঃসাহসী সেই মুহূর্তে নিজের অনুভূতি ও অভিজ্ঞতার। সেই সঙ্গে দেশে ফিরতেই ২৯ বছর বয়সী বাঁহাতি এই ওপেনার পেয়েছেন অসীম সাহসিকতার পুরস্কারও।

এক হাতে ব্যাটিং, অসীম সাহসিকতার পুরস্কারস্বরূপ তামিমকে ১০ লাখ টাকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে আম্বার গ্রুপ। বিষয়টি প্রিয়.কমকে নিশ্চিত করেছে শিল্প প্রতিষ্ঠানটি। এ ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেইজেও বিষয়টি ঘোষণা দিয়েছে আম্বার।

ওই পোস্টে আম্বার গ্রুপ লিখেছে, ‘অসীম সাহসিকতার পরিচয়স্বরূপ খেলার ক্রান্তিলগ্নে এক হাতে ব্যাটিং, দলকে অনুপ্রেরণা যোগানো ও ম্যাচ জিততে অগ্রণী ভূমিকা পালন করা তামিম ইকবালের জন্য ১০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করছে আম্বার গ্রুপ।’

প্রিয় খেলা/আজাদ চৌধুরী