কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রথম বিদেশ সফরে সৌদিতে ইমরান। ছবি: সংগৃহীত

প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেলেন ইমরান খান

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৬
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৬

(প্রিয়.কম) দায়িত্ব নেয়ার এক মাস পর, প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ধারণা করা হচ্ছে, ইমরান খান মিত্রদেশের কাছে অর্থসাহায্য চাইতে পারেন। 

১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার দুই দিনের সফরে ইমরান খান সৌদি আরবে পৌঁছেছেন। 

পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ উমার ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এই সফরে ইমরান খানের সফরসঙ্গী হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, সফরকালে ইমরান খান জেদ্দায় সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠকে করবেন। 

এদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ইমরান খান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে কথা বলবেন তারা। এ ছাড়া আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে তাদের মধ্যে বলে কর্মকর্তারা জানান। 

সূত্র: জিও টিভি

প্রিয় সংবাদ/কামরুল