কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইএল-২০। ছবি: সংগৃহীত

সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, ইসরায়েলকে দুষল মস্কো

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৫
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৫

(প্রিয়.কম) সিরিয়ায় রুশ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইসরায়েলকে পরোক্ষ দোষারোপ করছে রাশিয়া।

সোমবার রাশিয়ার একটি আইএল-২০ নজরদারি বিমান উধাও হয়ে যায়। পরে জানা যায়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে রুশ বিমানটি ভূমধ্যসাগরে ভূপতিত হয়।

এ ঘটনায় বিমানে থাকা ১৫ জন রুশ সৈন্য নিহত হন।

এদিকে বিমানে থাকা ১৫ জন সৈন্যকে হারিয়ে মস্কো দুষছে ইসরায়েলকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলি বাহিনীর দায়িত্বজ্ঞানহীন আচরণেই এই বিপর্যয়। তারা হামলার মাত্র এক মিনিট আগে সেই তথ্য রুশদের জানিয়েছিল। কিন্তু রুশ গোয়েন্দা বিমানটিকে ক্ষেপণাস্ত্র হামলার পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য সেই সময় যথেষ্ট ছিল না।

ইসরায়েল প্রথমে এ বিষয়ে মুখ না খুললেও, পরবর্তী সময়ে রুশ সেনাদের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে দেশটি। তবে সিরিয়া আর ইরানের ওপর দোষ চাপিয়েছে তারা।

রাশিয়ার দাবি, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইচ্ছে করেই রাশিয়ার আইএল-২০ বিমানটিকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলি বিমানগুলো যে সিরিয়ার টার্গেটের ওপর হামলা চালাচ্ছিল, তখনই সিরীয় বাহিনীর ছোড়া গুলি লাগে তাদের বিমানে। ঘটনার দায় তাই ইসরায়েলের ঘাড়ে চাপিয়ে রাশিয়া বলছে, ইসরায়েল ইচ্ছে করে রুশ বিমানকে ঢাল বানিয়ে আসছে।

সূত্র: বিবিসি, আনন্দবাজার

প্রিয় সংবাদ/আশরাফ/আজাদ চৌধুরী