কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাদাবেট থেকে ২৫ কিলোমিটার দূরত্বে তৈরি হচ্ছে সেলফি টাওয়ার। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে তৈরি হচ্ছে সেলফি টাওয়ার

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৫
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৫

(প্রিয়.কম) যারা ভারত-পাকিস্তান সীমান্ত দেখতে যাবেন তাদের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দিলো সুখবর। পাকিস্তানের কাঁটাতার থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে সুইগাম তালুকের নাদাবেট থেকে ২৫ কিলোমিটার দূরত্বে তৈরি হচ্ছে তিন তলার সমান উঁচু সেলফি প্ল্যাটফর্ম।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকরা এবার নাদাবেট থেকে অসাধারণ সেলফি নিয়ে ফিরবেন। যারা সেখানে সেলফি ‍তুলবেন তাদের ছবিতে ধরা পড়তে পারে পাকিস্তানের নাগরপারকার জেলার বালোত্রা গ্রামের টুকরো দৃশ্যও।

ভারতের গুজরাট সরকার প্রথম ‘সীমা দর্শন’ প্রকল্প চালু করেছিল দুই বছর আগে। তারপর থেকেই জিরো পয়েন্ট-৯৬০ এ ক্রমশ বাড়ছে উৎসাহীদের সংখ্যা। ছুটির দিনে হাজার দুয়েক, আর অন্যদিনগুলোতে ৫০০ জনের মতো পর্যটকরা সেখানে ভিড় করেন। 

গুজরাট রেঞ্জের বিএসএফ ইন্সপেক্টর জেনারেল জিএস জানান, গুজরাট রাজ্য সরকার বিএসএফের সঙ্গে যৌথভাবে সেলফি টাওয়ারটি তৈরি করছে।

সুইগাম গ্রামের মোড়ল ভিহাজি রুপানি জানান, এক মাস আগেই সেলফি টাওয়ার নির্মাণকাজ শুরু হয়েছে। সামনে আরও দুটি টাওয়ার তৈরির পরিকল্পনা রয়েছে।

সরকারের তরফ থেকে সেলফি টাওয়ার তৈরি করতে ৩৯ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানান ভিহাজি রুপানি।

প্রিয় সংবাদ/রুহুুল