কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

এবার টিভি আনতে যাচ্ছে ওয়ানপ্লাস

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৫
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৫

(প্রিয়.কম) জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস এতদিন তাদের সাশ্রয়ী মূল্যের অধিক পারফরম্যান্সের স্মার্টফোনের জন্য বিশেষ পরিচিত ছিল। তবে এবার প্রতিষ্ঠানটি নিজস্ব স্মার্টটিভি প্ল্যাটফর্মে নাম লেখাচ্ছে। 

১৭ সেপ্টেম্বর, সোমবার ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পেটে লাও জানিয়েছেন, ওয়ানপ্লাস স্মার্ট টিভি তৈরিতে প্রথম পদক্ষেপ নিয়েছে। ওয়ানপ্লাস টিভি নামে এই টিভি আগামী বছর বাজারে আসতে পারে। গ্যাজেটস নাও-এর খবরে এ তথ্য জানানো হয়েছে। 

যদিও এই টিভিকে ওয়ান প্লাস টিভি বলা হয়েছে, তবুও প্রতিষ্ঠানটি বিভিন্ন ফোরামে ব্যবহারকারীদের কাছে নামের ফিডব্যাক চেয়েছে। আগ্রহীরা ওয়ানপ্লাসের উল্লিখিত নিয়মগুলি অনুসরণ করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন এবং নাম দিতে পারবেন।

ওয়ানপ্লাসের টিভি প্ল্যাটফর্মে প্রবেশ বেশ আকস্মিক ঘটনা বলা যায়। অবশ্য ওয়ানপ্লাস টিভি উন্মুক্ত করলে তা স্যামসাং, সনি এবং এলজির মতো প্রতিষ্ঠানের সঙ্গে টিভি বাজারে প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রিয় প্রযুক্তি/শান্ত