কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফাইল ছবি

দেশে ফিরেছেন প্রায় ৭৬ হাজার হাজি

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১

(বাসস) পবিত্র হজব্রত পালন শেষে ফিরতি ২০৪টি ফ্লাইটে ৭৫ হাজার ৮৭০ জন হাজি দেশে ফিরেছেন।

১৪ সেপ্টেম্বর, শুক্রবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৬টি বিমানে এসব হাজি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, এ বছর বিমানের ১৬৭টি হজ ফ্লাইটে ৬২ হাজার ৭৯৬ জন হাজি সৌদি আরবে যান। এবার পবিত্র হজ পালন করতে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ মোট এক লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী দেশটিতে  যান।

আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৭২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।

মক্কায় অবস্থিত হজ অফিস জানিয়েছে, এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে শুক্রবার পর্যন্ত ২১ জন নারীসহ ১২৬ জন হাজি ইন্তেকাল করেন। এর মধ্যে মক্কায় ৭৯ জন, মদিনায় ১৪, জেদ্দায় ৫, মিনায় ১৮ ও আরাফায় ১০ জন হাজি ইন্তেকাল করেন।

প্রিয় সংবাদ/আজহার