কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৪তম গ্র্যান্ড স্লাম হাতে নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

জোকোভিচের ১৪তম গ্র্যান্ড স্লাম জয়

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫০
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫০

(প্রিয়.কম) ইউএস ওপেনের ফাইনালে মার্টিন দেল পোত্রোকে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় ইউএস ওপেন শিরোপা স্বাদ পেলেন নোভাক জোকোভিচ

৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ সেটে দেল পোত্রোকে হারান ৩১ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। সবমিলিয়ে এটা তার ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়। এই জয়ের পাশাপাশি রেকর্ড বইয়েও নিজের নাম লিখিয়েছেন জোকোভিচ। বিশ্বের চার নম্বর খেলোয়াড় হিসেবে ব্যাক টু ব্যাক গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড় হিসেবে তার নাম উঠল।

একই সঙ্গে জোকোভিচ ১৪টি গ্র্যান্ড স্লাম জিতে সর্বাধিক মেজর ট্রফি জয়ের রেকর্ডে ছুঁয়ে ফেলেন পিট সাম্প্রাসকে।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে এদিন সহজ জয়ই পান জোকোভিচ। এ নিয়ে গ্র্যান্ড স্লামের দুটি ফাইনাল খেলেছেন দেল পোত্রো। বিপরীতে বড় মঞ্চে বরাবর সফল হওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বজিমাত করেন জোকোভিচ।

মজার ব্যাপার, এই কোর্টেই ১৪তম গ্রান্ড স্ল্যাম টাইটেল জিতেছিলেন পিট সাম্প্রাস।

প্রিয় খেলা/রুহুল